রাজ্যে নাইট গার্ড ও গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, চটজলদি আবেদন করুন -West Bengal Night Guard Recruitment

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ জেলা কল্যাণ দপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, এক্ষেত্রে নাইটগার্ড, কেয়ারটেকার ও সুপারিন্টেন্ডেন্ট (West Bengal Night Guard, Care Taker and Superintendent Recruitment) পদে নিয়োগ করা হবে। অষ্টম থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে। রাজ্যের 23 জেলা থেকে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। যে সমস্ত আগ্রহে চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। West Bengal Night Guard, Caretaker and Superintendent Recruitment

west Bengal night Guard recruitment
যে যে পদে নিয়োগ দেওয়া হবে ( Posts Name)
1. সুপারিন্টেন্ডেন্ট (Superintendent)
2. কেয়ারটেকার (Caretaker)
3. নাইট গার্ড ( Night Guard)

1. সুপারিন্টেন্ডেন্ট
শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদ আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোন শাখায় গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য।

বয়স সীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে।

মাসিক বেতন : প্রতিমাসে বেতন হিসেবে 12,000 টাকা দেওয়া হবে

2. কেয়ারটেকার (Caretaker)
শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীদের উপরোক্ত পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোন সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাস।

বয়সসীমা : আগ্রহী প্রার্থীদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে।

মাসিক বেতন : উপরোক্ত পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে প্রতি মাসে 8,000 টাকা।

3. নাইট গার্ড ( Night Guard)
শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদে আবেদন করতে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস করতে হবে।

বয়সসীমা : আবেদনকারীদের বয়স ন্যূনতম থাকতে হবে 18 বছর এবং সর্বাধিক 40 বছরের মধ্যে।

মাসিক বেতন : সংশ্লিষ্ট পদে মাসিক বেতন দেওয়া হবে 3,500 টাকা

বয়সের ছাড় : উপরোক্ত প্রত্যেকটি পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত তাদের জন্য বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া : উপরোক্ত সবকটি পদের ক্ষেত্রে আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে
1. আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আবেদন লিংকে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে
2. আবেদন চলাকালীন জরুরি ডকুমেন্টের সাথে রাখতে হবে এবং জরুরি তথ্য পূরণ করতে হবে
3. সবকিছু ঠিকঠাক ভাবে পূরণ করার পর একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

জরুরী নথিপত্র সমূহ : মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, যোগ্যতার ডকুমেন্টস,আধার কিংবা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অন্যান্য জরুরি ডকুমেন্টস।

নিয়োগ প্রক্রিয়া : সফলভাবে আবেদনকারীদের নিয়োগ করা হবে বেশ কয়েকটি ধাপে –
1. লিখিত পরীক্ষা
2. ডকুমেন্টস ভেরিফিকেশন
3. ইন্টারভিউ
সবকটি স্তরে পাস প্রার্থীদের মেরিট লিস্টে নাম থাকলে নিয়োগ পেতে পারেন।

আবেদনের সময়সীমা : আবেদন করা যাবে 31 জানুয়ারি 2024 এর মধ্যে।

আবেদন করার পূর্বে চাকরি প্রার্থীরা অফিসের নোটিশ ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিবেন। নিচে তার ডাউনলোড লিংক দেওয়া হবে

Official Notice : Download Here

Online Apply: Click Here

Leave a Comment