এই প্রকল্পের সুবিধা পেতে প্রয়োজনীয় যোগ্যতা
১. আবেদন করার জন্য আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে।
২. আবেদনকারী অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. সাধারণ, তপশিলি জাতি ও উপজাতি উভয় মহিলা প্রার্থী আবেদন করতে পারবে ।
৪. প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর থাকতে হবে।
৫. পরিবারের একটিমাত্র মহিলা আবেদন করতে পারবে। সেই পরিবারে যদি আগে থেকে উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন থাকে, তাহলে সে আবেদন করতে পারবে না।
৬. আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ টাকার কম থাকতে হবে। এবং শহর এলাকার বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন
১. আবেদন করার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো- pmuy.gov.in
২. ওয়েব সাইটে প্রবেশ করার পর উপরে দেওয়া Apply For New Ujjwala Yojana 2.0 Connection আবেদন করুন।
৩. এরপর আপনার সামনে তিনটি বিকল্প আসবে – HP,INDIAN, BHARAT PETROLEUM ।
৪. আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি নির্বাচিত করার পর নতুন গ্যাস কানেকশন এর জন্য আবেদন করতে হবে।
৫. আবেদনের জন্য আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
এরপর সরকার আপনার তথ্য যাচাইর পর আপনার গ্যাস কানেকশনটি প্রদান করবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ আবেদনের জন্য যেসব নথিপত্র দরকার তা হলো –
১. আবেদনের জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার দরকার।
২. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড থাকতে হবে।
৩. বয়সের প্রমাণপত্র।
৪. PMUY 2.0 KYC লাগবে।
৫. এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৬. ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি।
৭. বিপিএল রেশন কার্ড।
৮.বিপিএল নাম আছে সেই তালিকার এক কপি জেরক্স ।