ভোটের আগে মোদির দারুণ চমক! ফের বিনামূল্যে গ্যাস পাবেন দেশবাসী,এক্ষুনি আবেদন করুন – PM Ujjwala 2.0

pm modi Ujjwala 2 scheme
হ্যাঁ ঠিকই শুনছেন। এখন থেকে বিনামূল্যে পেয়ে যাবেন গ্যাস কানেকশন। আর কয়েক মাসের মধ্যেই ২০২৪ এর লোকসভা ভোট। আর এর আগেই মানুষের মন জয় করার জন্য প্রধানমন্ত্রীর নতুন চমক। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ ( PMUY 2.0) এর আওতায় ভারতের প্রায় ৭৫ লক্ষ মানুষকে ফ্রি গ্যাস কানেকশন দিতে চলেছেন। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর একটি পর একটি প্রকল্প চালু করেই চলেছেন। যেমন পিএম কিষান প্রকল্প (PM Kishan Scheme) , প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Pradhan Mantri Ujjwala Yojana2.0) , ফ্রি রেশন ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি।
লোকসভা ভোটকে সামনে রেখে বর্তমানে কেন্দ্র ও রাজ্য রাজনৈতিক মহল রেষারেষির তুঙ্গে। তাই মোদি সরকার ভোটের আগে একটের পর একটি প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। কিছুদিন পূর্বে ২০১৩ ডিসেম্বর মাসে ঘোষণা করেন যে আগামী পাঁচ বছর সবাইকে ফ্রি রেশন দেওয়া হবে ।
২০১৬ সালের ১ মে তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বপ্রথম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প Pradhan Mantri Ujjwala Yojana চালু করেন। এই প্রকল্পের আওতায় দেশের লক্ষ লক্ষ অসহায় দরিদ্র মহিলাদের ফ্রিতে গ্যাস কানেকশন দিয়েছিলেন। প্রকল্পটির মাধ্যমে দেশের অনেক গরীব মানুষই উপকৃত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান। কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় মাধ্যমে দেশের সকল গরিবকে গ্যাস কানেকশন দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। ফলে ২০২৩ এ আবারো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ প্রকল্পটির পুনর উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। PMUY 2.0 এর মাধ্যমে যে সকল গরিব মহিলারা গ্যাস কানেকশন পাইনি তাদেরকে ফ্রিতে গ্যাস কানেকশন দেওয়া হবে।

 

এই প্রকল্পের সুবিধা পেতে প্রয়োজনীয় যোগ্যতা

১. আবেদন করার জন্য আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে।

২. আবেদনকারী অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩. সাধারণ, তপশিলি জাতি ও উপজাতি উভয় মহিলা প্রার্থী আবেদন করতে পারবে ।

৪. প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর থাকতে হবে।

৫. পরিবারের একটিমাত্র মহিলা আবেদন করতে পারবে। সেই পরিবারে যদি আগে থেকে উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন থাকে, তাহলে সে আবেদন করতে পারবে না।

৬. আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ টাকার কম থাকতে হবে। এবং শহর এলাকার বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম থাকতে হবে।

কিভাবে আবেদন করবেন

১. আবেদন করার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো- pmuy.gov.in

২. ওয়েব সাইটে প্রবেশ করার পর উপরে দেওয়া Apply For New Ujjwala Yojana 2.0 Connection আবেদন করুন।

৩. এরপর আপনার সামনে তিনটি বিকল্প আসবে – HP,INDIAN, BHARAT PETROLEUM ।

৪. আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি নির্বাচিত করার পর নতুন গ্যাস কানেকশন এর জন্য আবেদন করতে হবে।

৫. আবেদনের জন্য আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

এরপর সরকার আপনার তথ্য যাচাইর পর আপনার গ্যাস কানেকশনটি প্রদান করবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ আবেদনের জন্য যেসব নথিপত্র দরকার তা হলো –

১. আবেদনের জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার দরকার।

২. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড থাকতে হবে।

৩. বয়সের প্রমাণপত্র।

৪. PMUY 2.0 KYC লাগবে।

৫. এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৬. ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি।

৭. বিপিএল রেশন কার্ড।

৮.বিপিএল নাম আছে সেই তালিকার এক কপি জেরক্স ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now