দুয়ারে সরকার অতীত! ‘জনসংযোগ কর্মসূচি’-র ঘোষণা মমতার -West Government Jono Songjog Scheme

ফের একটি নতুন প্রকল্পের ঘোষনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ( West Bengal Government Scheme) । মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর একের পর এক নতুন প্রকল্পের সূচনা করে চলেছে। যেমন লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, দুয়ারে সরকার প্রকল্প। প্রকল্প দ্বারা সাধারণ মানুষ নানা রকমের সুবিধা পেয়ে থাকেন। তেমনি পশ্চিমবঙ্গের মানুষের আরো একটি সমস্যার সমাধানের জন্য নতুন প্রকল্প চালু করলেন। মঙ্গলবার নবান্ন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকল্পটির ঘোষণা করেছেন। ২০২৪ এর মার্চ এপ্রিল মাসে লোকসভা হতে চলেছে। এই নিয়ে রাজনৈতিক মহলে সরগোল চলছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে রেষারেষি জেরে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। তেমনি আরেকটি প্রকল্পের ঘোষণা করলেন গত মঙ্গলবার। নতুন এই কর্মসূচির সম্পর্কে আরো জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।West Bengal Government Jono Songjog Scheme

west Bengal government jono Songjog scheme

জনসংযোগ কর্মসূচি ( West Bengal Government Jono Songjog Scheme)

লক্ষীর ভান্ডার, দুয়ারী সরকার প্রভৃতি প্রকল্পের পরে নবান্ন থেকে আরও একটি কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কর্মসূচিটির নাম হল “জনসংযোগ কর্মসূচি” । কর্মসূচিটি দ্বারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবেন। এক্ষেত্রে রাজ্যের পোলিং স্টেশনে তিনজন করে অফিসার থাকবেন। সাধারণ মানুষ এই অফিসার গুলির কাছে গিয়ে নিজের অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানাবেন। অফিসার গুলি সমস্যা গুলির যথাযথ সমাধানের চেষ্টা করবেন। দুয়ারে সরকার প্রকল্পের সফলতা দেখে পশ্চিমবঙ্গ সরকার এই নতুন কর্মসূচি চালু করলেন।West Bengal Jono Songjog Scheme

জনসংযোগ কর্মসূচির কাজকর্ম ( West Bengal Government Jono Songjog Scheme)

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ২০ জানুয়ারি থেকে ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশনে তিনজন করে আধিকারিক বসবেন। সাধারণ মানুষজন তাদের শংসাপত্র সমস্যার আলোচনা করতে পারবেন। ST/SC শংসাপত্রের সমস্যা সম্পর্কে বিশেষ গুরুত্ব দিতে বলেন। এছাড়াও এই কর্মসূচির দ্বারা আরো কিছু কাজকর্ম করা হবে। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে, এই কর্মসূচির মাধ্যমে আধিকারিকদের কাছে রেশন সংক্রান্ত সমস্যা, কৃষক ভাতা সংক্রান্ত সমস্যা গুলির সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে। এছাড়াও পরিযায়ী শ্রমিকগণ এই কর্মসূচিতে নিজেদের নাম লেখাতে পারবেন। পূর্বে দুয়ারে সরকার প্রকল্পটি চালু হয়েছিল। এই দুয়ারে সরকার প্রকল্পে সাধারণ মানুষের দ্বারা বিশেষ সফলতা পেয়েছিল । তেমনি মুখ্যমন্ত্রী মনে করছেন যে এই “জনসংযোগ কর্মসূচিটিও” বিশেষ সফলতা অর্জন করবে। (West Bengal Government Jono Songjog Scheme)

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে প্রাইভেট কোম্পানিতে প্রচুর চাকরি, দেখুন -West Bengal Non Government Job

আর দু এক মাস বাদেই লোকসভা ভোট। তার জেরেই কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে এক বিশেষ রেষারেষি লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের নিজেদের বিভিন্ন কাজকর্ম জনসাধারণের সম্মুখে তুলে ধরছেন। রাজ্য সরকার তার বিভিন্ন কর্মসূচি গুলি যেমন যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রভৃতি প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে রয়েছে। তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পটির দ্বারা পশ্চিমবঙ্গের মহিলাদের মাসে ৫০০ টাকা বা ১০০০ টাকা দিয়ে থাকেন। প্রকল্পটি সাধারণ মানুষের মনে বিশেষ সাড়া তুলেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই “জনসংযোগ কর্মসূচিটি” একটি সফল কর্মসূচিতে জায়গা করে নেবে। West Bengal Government Jono Songjog Scheme

Leave a Comment