বেকারদের জন্য বড় ঘোষণা মমতার! 5 লক্ষ অবধি টাকা দিচ্ছে সরকার -WB Government Scheme

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড( Bhabishyat credit card) নিয়ে বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি( CM Mamta Banarjee)। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর, একের পর এক প্রকল্পের সূচনা করে চলেছেন। তেমনি বছরের শুরুতেই আরো একটি নতুন প্রকল্প (Scheme)নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ইতিপূর্বেই ১ জানুয়ারি থেকে সরকারি কর্মচারীদের জন্য ৪% শতাংশ DA বাড়ালো। রাজ্যের বেকার যুবক যুবতী স্বনির্ভর করার জন্য নতুন একটি স্কিমের (Scheme)ঘোষণা করলেন। এর আগের কিছু প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার প্রভৃতি প্রকল্প গুলি বিশেষ খ্যাতি লাভ করেছে। এই প্রকল্পগুলির মধ্যে কিছু মহিলাদের জন্য আবার কিছু যুবকদের জন্য চালু করা হয়েছে। তেমনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটিতে আপনি আবেদন করতে পারবেন কিনা তা বিস্তারিত জেনে নিন।West Bengal Government Bhabishyat Credit Card Scheme
wb government scheme

West Bengal Government Bhabishyat Credit Card Scheme

মুখ্যমন্ত্রী (Chief Minister) ক্ষমতায় আসার পর, প্রায় ৭৫ টির বেশি প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি কর্মসূচি হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড । রাজ্যের বেকার যুবকদের জন্য রাজ্য সরকারের নতুন একটি উদ্যোগ। এই কর্মসূচির দ্বারা রাজ্যের বেকার যুবকরা তারা নিজে স্বনির্ভর হতে পারবে। এই প্রকল্পটি ভবিষ্যৎ লোন প্রকল্প নামেও পরিচিত। প্রকল্পটির মাধ্যমে রাজ্যের যুবকদের একটি মোটা পরিমাণের লোন দেওয়া হবে। যাতে রাজ্যের যুবকরা এই প্রকল্পের মাধ্যমে একটি ব্যবসা চালু করতে পারবে। এছাড়াও উচ্চ শিক্ষা লাভ করতে পারে। প্রকল্পটির বিশেষ সুবিধা হল লোনটির জন্য প্রার্থীদের স্বল্প সুদের ঋণ শোধ করতে হবে। লোনটি নেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে ? প্রকল্পটি থেকে কি কি সুবিধা পাওয়া যাবে ? কিভাবে আবেদন করবেন ? এসব বিস্তারিত জানতে প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

ভবিষৎ ক্রেডিট কার্ড আবেদনের জন্য জরুরি যোগ্যতা ( Qualification For WB Govt Bhabishyat Credit Card Loan) 

১. ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আবেদনের জন্য, প্রার্থীর ন্যূনতম ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. আবেদনের জন্য সর্বনিম্ন ১৮ বছর ও সর্বাধিক ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।

৩. কর্মসূচিটিতে কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে।

৪. এই লোনটি শুধুমাত্র পরিবারের একজন সদস্যকেই দেওয়া হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ( Require Documents For West Bengal Bhabishyat Credit Card Loan) 

১ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।

২ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

৩ আবেদনকারীর পরিচয় পত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।

৪ ব্যবসার ক্ষেত্রে ঋণ নিতে চাইলে, ব্যবসার কাগজপত্র এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ঋণের জন্য প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র ।

৫ আবেদনের জন্য আবেদনকারীর নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে।

৬ একটি পাসপোর্ট সাইজের ফটো ওর সাথে সিগনেচার।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আবেদনের প্রক্রিয়া ( Application Process For Bhabishyat Credit Card) 

১ আবেদনের জন্য সর্বপ্রথম প্রকল্পটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট টি হল- www.bccs.wb.gov.in

২ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর, ওপরে একটি এপ্লাই বাটন দেখতে পাবেন । সেখানে ক্লিক করতে হবে।

৩ পুনরায় আরো একবার এপ্লাই বাটনে ক্লিক করতে হবে।

৪ তারপর বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৫ তারপর আপনার সামনে একটি আবেদন পত্র আসবে । আবেদন পত্রটিকে নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংকের তথ্য ইত্যাদি পূরণ করে ফাইনাল সাবমিট করতে হবে।

এছাড়াও আপনি অফলাইনের মাধ্যমেও “ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের” জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার গিয়ে যোগাযোগ করতে হবে।

Leave a Comment