টেট ২০২৩ রেজাল্ট নিয়ে সুসংবাদ! শীঘ্রই ফলাফল প্রকাশ, রইল বিস্তারিত -WB Primary Tet 2023 Result

সবে শেষ হলো প্রাইমারি টেট পরীক্ষা, তার পরেই আসতে চলেছে সুসংবাদ। এবারের প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ ১২ টা থেকে। পরীক্ষা চলে ২ ঘন্টা ৩০ মিনিট অর্থাৎ মোট ১৫০ প্রশ্নের জন্য সময় দেওয়া হচ্ছে ১৫০ মিনিট বা ২.৩০ ঘন্টা। বর্তমান টেট পরীক্ষায় মোট টেট প্রার্থী আবেদন জানায় প্রায় ৩ লক্ষ ১০ হাজার ডিএলএড প্রার্থী। প্রাইমারি টেট ২০২৩ এ অনেক কড়াকড়ি ভাবে যাচাই করে পরীক্ষা সেন্টারে ভিতরে প্রবেশ করানো হয়। WB Tet 2023 Result 

রাজ্য জুড়ে প্রায় ৩ লক্ষ ১০ হাজার হবু শিক্ষক প্রার্থীরা আবেদন করেন। যা গত বারের থেকে প্রায় অর্ধেক। কেনন পর পর আদালতের নির্দেশ মতো আবেদন করতে বঞ্চিত হয় বিএড ও NIOS  ডিএলএড প্রার্থীরা। এবারের টেট কেবল ডিএলএড বা বিএলএড প্রার্থীরাই কেবল আবেদন জানাতে পারে। গতবারে যেখানে প্রায় ৬ লক্ষের বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, সেখানে এইবার মাত্র ৩ লক্ষ প্রার্থী আবেদন করেছেন। WB Primary Tet 2023 Result 

 

রাজ্য জুড়ে যদিও ৩ লক্ষ প্রার্থী এবারে পরীক্ষা আবেদন করে কিন্তু পরীক্ষার হলে উপস্থিতি অনেকটাই কম। গত বারের টেট পরীক্ষার থেকেও এবারের টেট পরীক্ষায় উপস্থিতি অনেক কম লক্ষ্য করা যায়। এর কারন হিসেবে অনুমান করা হয়েছে, যেহেতু রাজ্যের প্রচুর ডিএলএড প্রার্থী টেট পাস করা রয়েছে কিন্তু তারা সকলে এক্ষেত্রে আবেদন জানালেও পরীক্ষায় উপস্থিত থাকেনি অনেকেই। এ বছরের টেট পরীক্ষায় অনেক প্রার্থীর অনুপস্থিতি চোখে পরার মতো। সবমিলিয়ে টেট পরীক্ষা শেষ হতে না হতেই দারুণ সুখবর আসতে চলেছে। West Bengal Primary Tet 2023 Result Update 

 

গত বারের টেট পরীক্ষা অর্থাৎ টেট ২০২২ এর আবেদন গ্রহণ শুরু হয়েছিল ওই বছরেরই। ঠিক একই বছরের শেষের দিকে অর্থাৎ ১১ ডিসেম্বর ২০২২ এ অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট টেট পরীক্ষা। খুব অল্প সময়ের মধ্যে আবেদন গ্রহণ করে অল্প সময়ের মধ্যে রাজ্যে প্রথম টেট পরীক্ষা হিসেবে বিবেচিত হয় সংশ্লিষ্ট টেট পরীক্ষা। শুধু তাই নয়, টেট পরীক্ষা সম্পন্ন হওয়ার ঠিক কয়েক মাসের মধ্যে প্রকাশিত হয় প্রাইমারি টেট ২০২২ এর রেজাল্ট। চলতি বছরের ১০ শে ফেব্রুয়ারী প্রকাশিত হয় টেট ২০২২ পরীক্ষার ফলাফল। অল্প কয়েক মাসের মধ্যে প্রায় ৬ লক্ষ প্রার্থীর OMR শিট যাচাই করে সঙ্গে উত্তর পত্র জারি করে ফলাফল প্রকাশ করা হয়। West Bengal Primary Tet 2023 Result Update 

দুয়ারে সরকারে প্রচুর চাকরি, যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ -WB Govt Scheme

 

তেমনই ভাবে বর্তমান টেট পরীক্ষায় প্রার্থীর সংখ্যা প্রায় অর্ধেক। তাই পূর্বের প্রাইমারি শিক্ষা পর্ষদের কাজের গতি দেখে অনুমান করা যায়, এ বছর আরও কম সময়ে ফলাফল প্রকাশিত হতে পারে। গত টেট পরীক্ষায় প্রায় ২-৩ মাসের মধ্যে টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করলে, এটাই বলাই বাহুল্য যে, এ বারের টেট পরীক্ষার ফলাফলও খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। অনেকের অনুমান ২০২৪ সালের প্রথম ১-২ মাসের মধ্যে প্রকাশিত হতে পারে প্রাইমারি টেট ২০২৩ পরীক্ষার ফলাফল। তবে পর্ষদ কর্তৃক এখনো স্পষ্ট ধারনা প্রদান করা হয়নি। 

 

পরবর্তী আরও নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন – 

বাংলা জানলেই রাজ্যে চাকরি, ছেলে ও মেয়ে সকলে আবেদন করুন -WB Job Recruitment