বর্তমান সময়ে চারিদিকে শুধু চাকরির হাহাকার পড়ে গেছে। তাই বহু প্রার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন একটি চাকরির আশায়। এবার প্রার্থীদের মুখে হাসি ফোটাতে পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্ট থেকে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কর্মী নিয়োগ করা হবে। কারা কারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন? কত দিনের মধ্যে আবেদনের কাজ সম্পূর্ণ করতে হবে? ইত্যাদি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আর্টিকেলটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ুন।WB Health Job Recruitment
পদের নাম–
হেলথ দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানেই দেখা যাচ্ছে ন্যাশনাল হেলথ মিশ্রণের আন্ডারে মেডিকেল অফিসার ইনচার্জ, অ্যাকাউন্টেন্ট কুক, নার্সিং স্টাফ প্রভৃতি পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।
শূন্যপদের সংখ্যা-বিজ্ঞপ্তিতে ৪৪১টি শূন্য পদের সংখ্যার কথায় বলা হয়েছে।
যোগ্যতা–
বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা যাওয়া হয়েছে যেমন মেডিকেল অফিসার ইনচার্জ পদে আবেদন করতে গেলে প্রার্থীদের এমবিবিএস বা পোস্ট গ্ৰাজুয়েট ডিগ্রী পাস হতে হবে। তবে শুধু এমবিবিএস ডিগ্রি থাকলে চলবে না দুই বছর মেডিকেল অফিসার পদে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। আবার নার্সিং স্টাফ পদে আবেদনের জন্য প্রার্থীদের এমএসসি নার্সিং পাস হতে হবে।
বয়সসীমা–
বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য ভিন্ন ভিন্ন বয়স চাওয়া হয়েছে। তবে প্রার্থীদের ৪০ থেকে ৭০ বছরের মধ্যে বয়স হলে এই পদগুলোর জন্য আবেদন জানাতে পারবেন। বয়সের হিসাব ধরা হবে ১-১ -২০২৪ হিসেবে
বেতন–
কর্মীদের নিয়োগ করা হবে কন্টাক্ট বেসিসে। যে সকল প্রার্থীরা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে চাকরি পাবেন তাদের বেতন ৮ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হবে।
আবেদন পদ্ধতি–
ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন জানাতে গেলে প্রার্থীদের ভিজিট করতে হবে প্রথমে এই সাইটে www.north24parganas.govt.in / www.north24parganashelth.org। এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের লিংক পেয়ে যাবে। সেখানে নিজের যাবতীয় তথ্য ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন জমা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে আবেদনপত্র জমা দেওয়ার সময় এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজনীয় তথ্য আপলোড করতে ভুলবেন না।
অষ্টম পাশে রাজ্য সরকারের ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Govt Job Recruitment
নিয়োগ পদ্ধতি–
আবেদনপত্র জমা দেওয়ার পরে প্রার্থীদের একটি শর্ট লিস্ট তৈরি করে স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন শেষ তারিখ-আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে ২০শে জুন ২০২৪ থেকে চলবে ৫ই জুলাই মধ্যরাত পর্যন্ত।
আরও পড়ুন :
ঘরের মেয়েদের টাকা দেওয়ার ঘোষণা সরকারের, এই ভাবে আবেদন করুন -Central Government Scheme
পশ্চিমবঙ্গ তথা ভারতের বর্তমান সময়ে চাকরির বড় অভাব দেখা গেছে। বহু শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের পর যোগ্য চাকরি খুঁজে পাচ্ছে না। সেই জন্য প্রতিটি চাকরির ক্ষেত্রে শূন্য পদের থেকে আবেদনকারীর সংখ্যা বেড়ে বহুগুণ হয়ে দাঁড়িয়েছে। সকলেই চায় কোনো না কোনো চাকরি করে স্বনির্ভর হতে। এবার এই সকল প্রার্থীদের মুখে হাঁসি ফোটাতে একটি বড় খবর সামনে এসেছে।WB Health Job Recruitment
রাজ্যের এক জেলার ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই জেলার হেলথ ডিপার্টমেন্টের NHM /XVFC পোগ্রামে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। কোন কোন ক্যাটাগরিতে কর্মী নিয়োগ হতে চলেছে? আবেদন পদ্ধতি কি? ইত্যাদি প্রশ্নের উত্তর পেতে, আর্টিকেলটি পড়ুন।WB Health Job Recruitment
পদের নাম- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সিলর, ল্যাবরেটরি ও অ্যাসিস্ট্যান্ট, সেনেটারী অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান প্রভৃতি পদে নিয়োগ করতে চলেছে ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদনীপুর।
শূন্য পদের সংখ্যা– সংশ্লিষ্ট জেলার হেলথ ডিপার্টমেন্টে বিভিন্ন কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ৮টি।
শিক্ষাগত যোগ্যতা– ১)বিজ্ঞপ্তি অনুসারে বলা যেতে পারে বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে মাধ্যমিক পাশ থেকে স্নাতকোত্তর পাস করা সকল প্রার্থীরাই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
২) প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়স– হেলথের এই চাকরির জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- সংশ্লিষ্ট নিয়োগের বিভিন্ন পদে চাকরির জন্য যে প্রার্থীরা আবেদন জানাবেন তারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনের মাধ্যমে কেবলমাত্র গুগল ফর্ম এর দ্বারা আবেদন পত্র জমা নেওয়া হবে। গুগলের ওই নির্দিষ্ট ফার্মে নিজের যাবতীয় তথ্য নির্ভুলভাবে এন্ট্রি করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
নিয়োগের সংস্থা : পূর্ব মেদিনীপুরের হেলথ ডিপার্টমেন্টের NHM /XVFC পোগ্রামের অধীনে নিয়োগ করা হচ্ছে।
আবেদনের শেষ সময়সীমা- প্রার্থীদের আবেদন করতে হবে ৫ জুলাই ২০২৪ বিকেল ৫টার মধ্যে।
প্রয়োজনীয় ডকুমেন্টস- এপ্লিকেশন জমা দেওয়ার সময় প্রার্থীদের যে ডকুমেন্টসগুলি দিতে হবে সেগুলি হল-
১) প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি।
২) ভোটার কার্ড বা আধার কার্ডের কপি।
৩) এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট এর কপি।
৪) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এর কপি।
৫) যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তাদের কাস্ট সার্টিফিকেটের কপি জমা দিতে হবে।