Govtjob360

শুরু বিদ্যালক্ষ্মী প্রকল্প, মোদি সরকার দিচ্ছে ১০ লক্ষ টাকা, দেরি না আবেদন করুন – Central Government Scheme

Central Government Scheme :ছাত্র-ছাত্রীদের জন্য ভারত সরকারের নতুন প্রকল্প, যার মাধ্যমে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পাবেন। ভারত সরকারের এই নতুন প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প। এর মাধ্যমে ভারত সরকার দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক ঋণ দেবে। এই প্রকল্পে দেশের প্রায় ২২ লক্ষ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। তাই আপনার পরিবারে যদি কোন ছাত্র-ছাত্রী থাকে যার টাকার অভাবে উচ্চ শিক্ষায় বাঁধার সম্মুখীন হচ্ছে, তাহলে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষী প্রকল্পে আবেদন জানাতে পারেন। এই প্রকল্পের অধীনে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়ে থাকে। নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

central government scheme
• প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প (Central Government Scheme) : –

সরকারি বিদ্যালয় গুলিতে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে বিনামূল্যে পঠন পাঠন পরিচালিত হওয়ায়, সকলে পড়ার সুযোগ পান। তবে উচ্চ শিক্ষালাভের ক্ষেত্রে বেশ খরচ বহন করতে হয় অভিভাবক গণকে। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে গরিব ছাত্র-ছাত্রীদের অনীহা লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যায় ইচ্ছা থাকা সত্ত্বেও ছাত্র-ছাত্রীরা আর্থিক অভাবের কারণে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছেন না। আমাদের দেশ ভারতবর্ষের অধিকাংশ মানুষ দরিদ্র সীমায় নিচে বসবাস করছেন, এদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের।

দেশের যুবক যুবতী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারলে দেশ ক্রমশ পিছিয়ে পড়বে। তাই ভারত সরকার নতুন এই‌ প্রকল্পের সূচনা। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষী প্রকল্পের সবুজ সংকেত মিলেছে। ‌কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, বর্তমানে ব্যাংক থেকে ঋণ নিতে গেলে একাধিক তথ্য প্রদান করতে হয়। এই প্রকল্পে ঋণ পেতে গেলে কোনও জামিনদার বা গ্যারেন্টার লাগবে না।

সরাসরি ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা খাতে ঋণ পাবেন। ন্যাশনাল ইনস্টিটিউশনাল Ranking ফ্রেমওয়ার্ক এর উপর ভিত্তি করে দেশের শীর্ষ ৮৬০ কিউএইচআইআই তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা ঋণের সুবিধা দেওয়ার হবে। এই প্রকল্পের জন্য চলতি শিক্ষা বর্ষে ৩,৬০০ কোটি টাকার ব্যয় অনুমোদিত করা হয়েছে। বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ক্ষেত্রে শিক্ষাগ্রহণে আর্থিক সহায়তা পাবে। কারিগরি এবং পেশাদার কোর্সে বেছে নেওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

• প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পের সুবিধা: –

প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পের মাধ্যমে ঋণ গ্রহণ করলে নিম্নলিখিত সুবিধা গুলি দেওয়া হবে-

  • ১. প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
  • ২. ঋণ প্রদানের ক্ষেত্রে কোন প্রকার জমির কাগজ অথবা অন্য কিছু শর্ত প্রয়োজন নেই।
  • ৩. দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে ন্যূনতম সুদে ঋণ প্রদান করা হবে।
  • ৪. ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য ৩ শতাংশ সুদের ভর্তুকি ভারত সরকারের তরফে দেওয়া হবে।
  • ৫. বর্তমানে দেশজুরে প্রায় ২২ লক্ষ এর কাছাকাছি ছাত্র-ছাত্রীদের ঋনের সুবিধা দেওয়া হবে।

• আবেদন যোগ্যতা: –

প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পে সকলে আবেদন জানাতে পারবেন না। আবেদনের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। যেমন – আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ্য টাকা মধ্যে থাকতে হবে, শুধুমাত্র ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষার জন্য আবেদন জানাতে পারবেন।

Scheme ProvideCentral Government
Scheme NameBidyalaxmi
Maximum Loan Amount10 lakhs
Application ModeVarious

• আবেদন পদ্ধতি: –

প্রধানমন্ত্রী বিদ্যালক্ষি প্রকল্পে আবেদনকারীর ছাত্র-ছাত্রীদের সরাসরি হাতে টাকা দেওয়া হবে না। উচ্চশিক্ষা দফতরের একটি ইউনিফায়েড পোর্টাল থাকবে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী, যেখানে শিক্ষার্থীরা শিক্ষা ঋণ এবং সুদে ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন। ভারতবর্ষের সমস্ত ব্যাঙ্কের দ্বারা ব্যবহার করা একটি সহজ উপায় মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ই-ভাউচার, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সির ওয়ালেটের মাধ্যমে ভারত সরকারের সুদে ভর্তুকির অর্থ প্রদান করা হবে।

Official Website : Click Here

Leave a Comment