শুরু ৬৫৫২ শূন্যপদে আবেদন, প্রকাশ হলো জেলা ভিত্তিক শূন্যপদ সংখ্যা -WB Gram Panchayet Recruitment
চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে বেকার যুবক যুবতীদের জন্য সুখবর আসলো। অবশেষে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন গ্রহণ শুরু হচ্ছে এবং জেলা ভিত্তিক শূন্যপদও জানা গিয়েছে। তাহলে বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ। যারা বহুদিন ধরে অপেক্ষায় রয়েছেন তারা শেষ অবধি পড়ুন আরও বিস্তারিত জানতে। আসুন নিচে শেষ পর্যন্ত পড়ি। WB Gram Panchayet Recruitment
প্রথমে আসা যাক জেলা ভিত্তিক শূন্যপদ সম্পর্কে –
1.বাঁকুড়া- ৬৬০ টি
2.দক্ষিণ চব্বিশ পরগনা- ৫১৬ টি
3.হুগলি -৬০৬ টি
4.উত্তর ২৪ পরগনা- ৫৬৬ টি
5.পশ্চিম মেদিনীপুর -৫৬০ টি
6.পুরুলিয়া -৪০৫ টি
7.আলিপুরদুয়ার- ১৮১ টি
8.বীরভূম- ১৪৭ টি
9.কুচবিহার -২০০ টি
10.দক্ষিণ দিনাজপুর- ১৮৪ টি
11.দার্জিলিং- ৩৬৬ টি
12.হাওড়া- ৪৪২ টি
13.জলপাইগুড়ি- ১৪৬ টি
14.ঝাড়গ্রাম -২২৫টি
15.কালিম্পং- ১৬৯টি
16. মালদা- ১৩৮ টি
17.মুর্শিদাবাদ- ১৭৮ টি
18.নদিয়া -১৪৪ টি
19.পশ্চিম বর্ধমান- ১২৩ টি
20.পূর্ব বর্ধমান- ৩১৮ টি
21.পূর্ব মেদিনীপুর- ৩২৯ টি
22.উত্তর দিনাজপুর- ১০০ টি
23.দার্জিলিং -৬৫ টি
মোট শূন্যপদ : ৬৫৫২ টি
কী কী পদে নিয়োগ করা হবে :
1.গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী
2.গ্রাম পঞ্চায়েত কর্মী
3.গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক
4.গ্রাম পঞ্চায়েতের সহায়ক
5.গ্রাম পঞ্চায়েতের সচিব
6.পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক
7.পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার
8.পঞ্চায়েত সমিতির ক্লার্ক-কাম-টাইপিস্ট
9.পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর
10.পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির পিয়ন
11.জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক মো
12.জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার
13.জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর
14.জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক (ডিআইএ)
15.জেলা পরিষদের গ্রুপ-ডি
16.জেলা পরিষদের নিম্ন বিভাগের সহকারী
17.জেলা পরিষদের স্টেনোগ্রাফার
18.জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার
19.জেলা পরিষদের কর্ম সহকারী
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম অষ্টম পাশে আবেদন করতে পারবেন। মহিলা ও পুরুষ সকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও বিভিন্ন থাকতে হবে। কিছু কিছু পদের জন্য উচ্চ যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার যোগ্যতাও থাকতে।
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হবে। বর্তমানে রেজিষ্ট্রেশন চলছে। যারা যারা এখনো পর্যন্ত রেজিষ্ট্রেশন করতে পারেননি তারা দেরি না করে শীঘ্রই রেজিষ্ট্রেশন করুন। কেননা জানানো হয়েছে, চলতি বছরের জুন মাস নাগাত অনলাইন আবেদন গ্রহণ শুরু হচ্ছে। যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী আপডেট পেতে।