রাজ্যের বেকারদের দিচ্ছে মাসে মাসে ভাতা, এক্ষুনি আবেদন করুন -WB Govt Scheme

পশ্চিমবঙ্গ সরকার বেকারদের জন্য নিয়ে আসলো দারুন সুখবর। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে বেকারদের মাসে মাসে দেওয়া হচ্ছে ১৫০০ টাকা। কোনো পরিশ্রম ছাড়াই বেকারদের দেওয়া হবে মাসে মাসে বেকার ভাতা। রাজ্যের বাসিন্দা ও বেকার হলে এই সুযোগ পেতে পারেন। রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন করতে চাইলে নিচে শেষ পর্যন্ত পড়তে হবে। WB Govt Scheme

Wb govt scheme
এদিকে রাজ্যের মহিলাদের জন্য মাসিক ভাতা দেওয়ার প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। যার নাম লক্ষীর ভান্ডার। শুধু তাই নয়, স্বাস্থ্য থেকে খাদ্য, পড়াশোনার লোন থেকে স্কলারশিপ, কন্যাশ্রী বা রুপশ্রী প্রকল্প সহ আরও নানা প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে সহায়তা করছেন। রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বেকার ভাতা প্রকল্প যার মাধ্যমে পাবেন মাসিক ১৫০০ টাকা। চলুন আজকে জেনে নেওয়া যাক বিস্তারিত। WB Govt Scheme

এই প্রকল্পের উদ্দেশ্য : এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল বেকারদের মাসে মাসে ১৫০০ টাকা বিনা পরিশ্রমে দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হলো যাতে পড়াশোনা সহ কর্মহীনদের বেকারদের সহায়তা করা যায়।

ভাতার পরিমান : বেকার যুবকেরা সফল ভাবে আবেদন করলে বা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করলে, এক্ষেত্রে মাসিক ১৫০০ টাকা দেওয়া হবে।

আবেদন করতে কী যোগ্যতা থাকতে হবে :
1. প্রার্থীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে
2. প্রার্থীর অবশ্যই 18 বছরের বেশি বয়স হতে হবে।
3. শিক্ষাগত যোগ্যতা নিদিষ্ট নেই, তবে অষ্টম বা তার বেশি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ।
4. প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে।

আবেদন প্রক্রিয়া : যারা আবেদন করতে ইচ্ছুক তারা সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে –
1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (Employment Bank) ভিজিট করে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে
2. তারপর New Enrolment job seeker অপশন ক্লিক করে Accept and Continue করতে হবে।
3. তারপর জরুরি তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
4. তারপর নির্দেশমতো প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহের স্ক্যান কপি জমা করতে হবে
5. সবশেষে একবার যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে

জরুরি ডকুমেন্টস সমূহ :
1. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পরিচয় পত্র
4. আধার বা ভোটার কার্ড
5. পাসপোর্ট সাইজের ছবি
6. অন্যান্য
7. এক্সচেঞ্জ কার্ড

যুবশ্রী প্রকল্প সম্পর্কে আগে ভালোভাবে যাচাই করে তারপর আবেদন করবেন –

https://employmentbankwb.gov.in/yuva_utsaha_prakalpa.php

ভারতীয় রেলের ফের এক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে, দেশের সমস্ত যোগ্য বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন আরও বিস্তারিত জানতে। নিচে শূন্যপদ,যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Railway RCCSER Job Recruitment

railway rccser job recruitment

Notification No. SER/P-HQ/RRC/GDCE/2024

 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :

যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

1. অনলাইন আবেদন করতে প্রথমে rccser.co.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ( তবে আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নেওয়া ভালো)

2. এরপর আপনার প্রয়োজনীয় তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে

3. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে

4. সবশেষে ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন ফী : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কোনো আবেদন মূল্য জমা করতে হবে না।

 

বাছাই প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট, পরে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং শেষে মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

পদের নাম সমূহ : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুই ধরনের পদে নিয়োগ করা হবে।

1. ALP

2. Trains Manager ( Goods Guard)

 

মোট শূন্যপদ : এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 1202 টি

 

বয়সসীমা : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক 42 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যথাক্রমে মাধ্যমিক পাশ ও গ্রেজুয়েট পাশ থাকতে হবে। ALP পদের জন্য আইটিআই বা সংশ্লিষ্ট বিভাগে বা ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

 

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পে কমিশন 7 এর লেভেল 5 ও 2 অনুযায়ী 5200-20200 টাকা সঙ্গে গ্রেট পে যথাক্রমে 1900 ও 2800 টাকা।

 

আবেদন করার শেষ তারিখ : অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন 12-06-2024 তারিখ পর্যন্ত।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notification : Download