WB Govt Scheme : রাজ্য সরকারের এই প্রকল্পে পাবেন ১০ হাজার টাকা সঙ্গে ২ লক্ষ

WB Govt Scheme : রাজ্য সরকারের এই প্রকল্প বাংলা জুড়ে প্রশংসায় পঞ্চমুখ। কেননা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে বিভিন্ন পরিবারের একাধিক মানুষ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুই বার টাকা পাওয়া যাবে। তাও আবার ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা। শুধু তাই নয়, এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তা দুর্ঘটনাজনীত কারণে মৃত্যু ঘটলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য রাজ্যের বহু বাসিন্দা উপকৃত হয়েছে। WB Govt Scheme 

Wb govt scheme

রাজ্য সরকার সাধারণত রাজ্যের জনগণের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প নিয়ে আসে থাকেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর  প্রকল্প গুলির ( WB Govt Scheme) সুবিধা বাংলার এমন কোনো জনগণ পায়নি না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কেননা তিনি বাংলার সব ধরনের জনগণের জন্য বিভিন্ন শ্রেণী অনুযায়ী বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। তিনি ছোট-বড়, মহিলা-পুরুষ, বয়স্ক, ছেলে -মেয়ে, বিবাহিত-অবিবাহিত ও চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, সকলের জন্য জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর নতুন নতুন প্রকল্পে কোটি কোটি মানুষ বর্তমানে সুবিধা নিচ্ছেন। WB Govt Scheme

 

বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্প (WB Govt Scheme) গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো ‘লক্ষীর ভান্ডার’। বর্তমানে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যেখানে ৫০০ ও ১০০০ টাকা দেওয়া হত, তা যথাক্রমে বৃদ্ধি করে ১ হাজার ও ১২০০ টাকা করা হয়েছে। গত মাস থেকে এই সুবিধা চালু করা হয়েছে।

 

এর পাশাপাশি রাজ্য সরকার রাজ্যের বেকার যুবকদের জন্য যুবশ্রী প্রকল্প এবং যুবতীদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। এছাড়া বিবাহিত মহিলাদের জন্য রূপশ্রী প্রকল্প ও জাগো প্রকল্প চালু করেছেন। এদিকে পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ সহ মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা দিচ্ছেন। আর সেখানেই থেমে নেই, স্কুল পড়ুয়াদের জন্য দেওয়া হচ্ছে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল। WB Govt Scheme

 

রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে বছরে দুই বার মোট ১০ হাজার টাকা, দুই অন্তর ৫ হাজার টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য। যার নাম কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের উপভোক্তারা যদি দূর্ঘটনা জনিত মৃত্যুবরন করে তাহলে তার পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। WB Govt Scheme

ভারতীয় রেলের ফের এক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে, দেশের সমস্ত যোগ্য বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন আরও বিস্তারিত জানতে। নিচে শূন্যপদ,যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Railway RCCSER Job Recruitment

railway rccser job recruitment

Notification No. SER/P-HQ/RRC/GDCE/2024

 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :

যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

1. অনলাইন আবেদন করতে প্রথমে rccser.co.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ( তবে আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নেওয়া ভালো)

2. এরপর আপনার প্রয়োজনীয় তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে

3. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে

4. সবশেষে ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন ফী : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কোনো আবেদন মূল্য জমা করতে হবে না।

 

বাছাই প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট, পরে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং শেষে মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

পদের নাম সমূহ : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুই ধরনের পদে নিয়োগ করা হবে।

1. ALP

2. Trains Manager ( Goods Guard)

 

মোট শূন্যপদ : এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 1202 টি

 

বয়সসীমা : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক 42 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যথাক্রমে মাধ্যমিক পাশ ও গ্রেজুয়েট পাশ থাকতে হবে। ALP পদের জন্য আইটিআই বা সংশ্লিষ্ট বিভাগে বা ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

 

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পে কমিশন 7 এর লেভেল 5 ও 2 অনুযায়ী 5200-20200 টাকা সঙ্গে গ্রেট পে যথাক্রমে 1900 ও 2800 টাকা।

 

আবেদন করার শেষ তারিখ : অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন 12-06-2024 তারিখ পর্যন্ত।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notification : Download