ফের নয়া প্রকল্প, যোগ্য হলে মাসে মাসে পাবেন 8000 টাকা -Central Govt Scheme

দেশবাসীর জন্য এক নতুন নতুন সুখবর দিচ্ছে সরকার পক্ষ। বর্তমানে দুই সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য একের পর এক সুসংবাদ। রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্য বাসীর জন্য নতুন নতুন বহু ধরনের প্রকল্প নিয়ে আসেন। এদিকে কেন্দ্র সরকারও থেমে নেই। অন্যদিকে দেশবাসীর কথা মাথায় রেখে বেশ কিছু জনমুখী প্রকল্পের খোজ নিয়ে আসেন তিনিও। তবে যাই হোক, ভোটকে সামনে রেখে প্রতিবারই দেশের জনতার জন্য কিছু না কিছু উপহার আনা হয়। Central Govt Scheme

central govt scheme

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য দেশজুড়ে প্রশংসায় পঞ্চমুখ রাজ্য সরকার । এদিকে কেন্দ্র সরকারও এমন কিছু প্রকল্প নিয়ে আসেন যার ফলে দেশবাসীর বিরাট উপকার হচ্ছে। তবে ভোটের মুখে এমন এক স্কিমের ঘোষণা করা হয়েছে, যেখানে মাস পার হলেই পাবেন প্রায় 8,000 টাকা। কীভাবে এই আর্থিক সাহায্য পাওয়া যাবে? কীভাবেই বা আবেদন করা যাবে ? আসুন তাহলে আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক। Central Govt Scheme

 

রাজ্য সরকার বিভিন্ন শ্রেণির মানুষের জন্য বহু ধরনের জনমুখী প্রকল্পের (WB Govt Scheme) সূচনা করেন। বিশেষ করে বেকারদের কথা মাথায় রেখে মাসে মাসে 1500 টাকা করে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রদান করে থাকেন। অন্যদিকে রাজ্যের মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসে 1000 ও 1200 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও রাজ্যের কন্যাদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে, যার দ্বারা তিনি পড়াশোনার জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকেন। এছাড়াও মেয়েদের বিয়ের সময় রুপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা দেওয়া হয়ে থাকে। Central Govt Scheme

 

এবার আর্থিক দিক থেকে পিছিয়ে পরা পড়ুয়াদের জন্য এমন এক স্কিম নিয়ে উপস্থিত হয়েছি, যার মাধ্যমে যোগ্য হলে মাসে মাসে পাওয়া যাবে প্রায় 8000 টাকা পর্যন্ত। এক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ বা উচ্চ স্তরে পড়াশোনা করে এমন পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় থাকবেন। এই প্রকল্পের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য প্রতি মাসে প্রায় 8,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। চলুন তাহলে কি ভাবে আবেদন করা যাবে? কি যোগ্যতা লাগবে? বিস্তারিত জেনে নেওয়া যাক।Central Govt Scheme

 

আবেদন প্রক্রিয়া : এক্ষেত্রে সবথেকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

1. অনলাইনে আবেদন করতে সর্বপ্রথম কেন্দ্র সরকারের NSP-র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে

2. এরপর ইশান উদয় স্কলারশিপে ক্লিক করে প্রক্রিয়া শুরু করতে হবে

3. এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করতে হবে

4. এরপর নির্দেশ মতো প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ আপলোড করতে হবে

5. শেষে সব ঠিকঠাক ভাবে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে

 

কীভাবে আর্থিক দেওয়া হবে  :

1. যারা সাধারণ ভাবে পড়াশোনা করছে বা উচ্চ শিক্ষা বা ডিগ্রির জন্য পড়াশোনা করছেন তাদের যতদিন পর্যন্ত পড়াশোনা চলবে ততদিন পর্যন্ত মাসে মাসে 5800 টাকা দেওয়া হবে।

2. এছাড়াও যারা চিকিৎসা প্যারামেডিকেল কোর্সের জন্য ভর্তি হবেন, তাদের প্রতি মাসে দেওয়া হবে 7800 টাকা।

 

 আবেদন জানাতে পারবেন কে বা কারা : 

1. অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে ভালো নম্বর নিয়ে পাস করতে হবে থাকত

2.  পরিবারের বাৎসরিক আয় 4.5 লাখের কম হতে হবে

3. ওই প্রার্থীকে অবশ্যই UGC-র নিয়ম অনুসারে কমপক্ষে প্রথম বর্ষে ভর্তি হতে হবে

4. এই সুবিধা পাবেন রাজ্যের একাধিক রাজ্যের বাসিন্দা হলে

 

জরুরি ডকুমেন্টস : আবেদন করতে প্রার্থীর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে। প্রার্থীর পরিচয় পত্র, পাসপোর্ট সাইজের ছবি, জাতিগত সংশয় পত্র, যোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য।

 

Leave a Comment