Search
Close this search box.

India Post GDS Recruitment: মাধ্যমিক পাশে 30 হাজার গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ

চাকরির প্রার্থীদের জন্য দারুন সুসংবাদ জানালো ভারতীয় ডাক বিভাগ (India Post GDS Recruitment)। ভারতীয় ডাক বিভাগ ( India Post GDS Recruitment) কর্তৃত 30 হাজার শূন্যপদে গ্রামীণ ডাক সেবক ( GDS) পদ পূরণ করতে চলেছে । রাজ্য তথা দেশের নাগরিক হলে আবেদন জানাতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই গ্রামীণ ডাক সেবক পদে চাকরি করার দারুন সুযোগ আপনার হাতে। যে সমস্ত আগ্রহে চাকরিপ্রার্থীরা ডাক বিভাগের (India Post GDS Reqruitment) অধীনে চাকরি করতে চাই তার আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের শেষ পর্যন্ত পড়বেন। India Post GDS Recruitment 

India post gds Recruitment

পদের নাম ( India Post GDS Reqruitment) 

ভারতীয় ডাক বিভাগ কর্তৃক এক্ষেত্রে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে

 

মোট শূন্যপদ ( India Post GDS Vacancies)

ভারতীয় ডাক বিভাগ কর্তৃক গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে প্রায় 30 হাজার।

 

বয়স সীমা ( Age Limit) 

ভারতীয় ডাক সেবক পোদে আবেদন করতে গেলে চাকরিপ্রার্থীদের বয়স থাকতে হবে ন্যূনতম ১৮ বছর এবং বয়স সর্বাধিক থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিতদের জন্য অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা ( Educational Qualification) 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য। এছাড়াও চাকরিপ্রার্থীদের কমপক্ষে তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া ( Application Procedure) 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে চাই তাদের অনলাইন মাধ্যম অবলম্বন করে আবেদন করতে হবে –

1. প্রথমে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে (https://indiapostgdsonline.gov.in/)

2. এরপর আবেদন লিংকে ক্লিক করে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে

3. রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে লগইন করে ফাইনাল ফ্রম ফিলাপ করতে হবে

4. এরপর ও পাসপোর্ট সাইজের ছবি আপলোড দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

5. সবশেষে অবশ্যই আবেদন ফ্রি জমা করতে হবে

 

আবেদন ফি (Application Fee)

 এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে সাধারণ ওবিসিদের 100 টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য কোন রকম আবেদন ফি জমা দিতে হবে না।

 

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process) 

 যারা সফলভাবে আবেদন করবেন তাদের যে পাঁচটি অপশন দেওয়া হবে, সেই পাঁচটির মধ্যে একাডেমিক স্কোর সর্বাধিক হলে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।

 

সুসংবাদ! রাজ্য জুড়ে 20 হাজার লোক নিচ্ছে মমতা সরকার ! আকাশে বাতাসে খুশির খবর -WB Govt Job Recruitment

 

নিয়োগের স্থান (Recruitment Place) 

 পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে প্রায় 30 হাজার শূন্যপদে নিয়োগ করা হবে।

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment