সুখবর! রাজ্যে 2 লক্ষ মোটর বাইক দিচ্ছে মমতা, চটজলদি পড়ুন -West Bengal Government Karmai Dharma Scheme

রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন ঘোষণা করলো মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এবার বেকার যুবক যুবতীদের দিচ্ছে মোটরসাইকেল কেনার টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রাজ্য সরকার কর্তৃক নতুন প্রকল্প ‘কর্মই ধর্ম ‘ চালু করা হয়েছে যার মাধ্যমে বিনামূল্যে পেয়ে যাবেন মোটর বাইক কেনার টাকা। রাজ্যের যে সকল যুবক যুবতীরা পড়াশোনা কিংবা অন্যান্য কাজে যুক্ত রয়েছেন? তাদের জন্য রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করেছেন। যাতায়াত সুবিধার কথা মাথায় রেখে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। West Bengal Government Karmai Dharma Scheme  

west bengal government karmai Dharma scheme

এই প্রকল্পের মাধ্যমে বাংলার ঘরে ঘরে মোটর বাইক প্রদান করে যাতায়াত পরিষেবা আরও সহজ হবে। পাশাপাশি অনেকের মোটর বাইক কেনার সপ্নও পূরণ হবে। যদিও রাজ্যবাসীর জন্য এমন প্রকল্প প্রায় নিয়ে আসেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে বাংলার বেকার যুবক যুবতীদের ব্যবসা বা অন্যান্য কাজ করতে গতি বাড়বে। এবার সবথেকে বড় প্রশ্ন হলো এই প্রকল্পের সুবিধা কীভাবে পাবেন এবং কীভাবে আবেদন করতে হবে। আসুন তাহলে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়ি।

 

এই প্রকল্পের মূল উদ্দেশ্য – Karmai Dharma Scheme

কর্মই ধর্ম প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলার বেকার যুবক যুবতীদের যাতায়াতের কথা মাথায় রেখে প্রকল্পের সূচনা করা হয়েছে। বিশেষত যে সমস্ত বেকার যুবক যুবতী কোনো কাজে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চাই বা নতুন ব্যবসা করতে চাই কিন্তু পরিবহনের অসুবিধার কারনে তাদের যাতায়াতের সমস্যা হয়। তাই এই প্রকল্পের সূচনা করেছেন মূখ্যমন্ত্রী। তাই গোটা বাংলার প্রায় 2 লক্ষ বেকার যুবক যুবতীকে মোটর সাইকেল ( Motor Cycle) প্রদান করবেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এই প্রকল্পে আবেদন করতে কী কী যোগ্যতা থাকতে হবে :

1.  প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

2. শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ ।

3. ভোটার কার্ড থাকতে হবে।

4. প্রার্থীকে অবশ্যই কর্মমূখী বা কর্মে উৎসাহী হতে হবে।

 

কীভাবে আবেদন করতে হবে :

 আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে।

1.অনলাইন আবেদন করতে প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

2.এরপর কর্মই ধর্ম আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে

3. তারপর রেজিষ্ট্রেশন করতে হবে।

5. রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে।

6. সবশেষে নির্দেশ মতো প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।

 

আবেদন করতে জরুরি নথিপত্র সমূহ :

1. বাসিন্দা প্রমাণ

2. আধার বা ভোটার কার্ড

3. পাসপোর্ট সাইজের ছবি

4. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

5. অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

Leave a Comment