ট্রেনিং নিলেই সরাসরি চাকরির সুযোগ, উৎকর্ষ বাংলা প্রকল্পে এক্ষুনি আবেদন করুন -WB Utkarsh Bangla Scheme

সরকারি বা বেসরকারি চাকরি পেতে আর ছেলেমেয়েদের কষ্ট করতে হবে না। রাজ্য সরকারের উদ্যোগে বেকার যুবক-যুবতীদের জন্য বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের শেষে কাজের সুযোগও রয়েছে তাদের জন্য। বিভিন্ন কারিগরি শিক্ষা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রশিক্ষণ দিচ্ছে সরকার। অনেকে এখনো পর্যন্ত সরকারের এই প্রকল্প সম্পর্কে জানেন না। কি এই প্রকল্প? এই প্রকল্পের মাধ্যমে কি কি বিষয় প্রশিক্ষণ পাওয়া যায়? প্রভৃতি জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। WB Utkarsh Bangla Scheme Training and Recruitment

WB Utkarsh Bangla Scheme Training and Recruitment 

এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে নতুন কাজের দিশা দেখাচ্ছে রাজ্য সরকার। জেলাভিত্তিক প্রশিক্ষণ এর মাধ্যমে কাজের সুযোগ রয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ব্লক স্তরে এই উৎকর্ষ বাংলা প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।WB Utkarsh Bangla Training and Recruitment

বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের পক্ষ থেকে এই উৎকর্ষ বাংলার সেল তৈরি করা হয়েছে। সেখানে যোগাযোগ করে যুবক-যুবতীরা প্রশিক্ষণ নিতে পারেন। এছাড়াও প্রতিটি জেলার শিল্প কেন্দ্র দপ্তর আবার ব্লক প্রশাসনিক বিভাগের মাধ্যমে এই প্রশিক্ষণ পাওয়া যেতে পারে।WB Utkarsh Bangla Scheme Training and Recruitment

ইতিমধ্যে মালদা জেলার শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল জানিয়েছেন যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। জেলা শিল্প কেন্দ্র এবং প্রশাসনিক বিভাগের সেলে যোগাযোগ করলেও এই প্রশিক্ষণের সুযোগ পাওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের শিল্প কারিগারি শিক্ষা বিষয়ের উপর এই প্রশিক্ষণটি দেওয়া হয়। ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ শেষে নানান সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ পেয়ে থাকে।WB Utkarsh Bangla Scheme Training and Recruitment

এর পাশাপাশি মালদহ জেলাশাসক নিতীন সিংঘানিয়া জানিয়েছেন যে এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে কাজের সুযোগ দেওয়া হবে ছেলেমেয়েদের। এর পাশাপাশি প্রশিক্ষণের মান উন্নতি করার পরিকল্পনা রয়েছে। সকলেই যেন কাজের সুযোগ পায় সেই বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে।

রাজ্যে শুধু মাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি বিস্তারিত পড়ুন -WB Municipality Job Recruitment

 

মালদাহ জেলা প্রশাসকের পক্ষ থেকে এই স্কিমটি নিয়ে এক বৈঠক করা হয়। সেই বৈঠকে প্রশিক্ষণের মান উন্নত করার পরামর্শ দেন স্বয়ং জেলা শাসক। এই প্রশিক্ষণ নিয়ে সকলে যাতে কাজ পায় সেই বিষয়টির উপর জোর দেওয়া পরামর্শ দেওয়া হয়েছে।

Written by Nupur Chattopadhyay

Source : News18bangla

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের পৌরসভা দপ্তর। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন জানানোর আগে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত জানতে হলে নিচের শেষ পর্যন্ত পড়ুন। WB Govt Job Recruitment

wb govt job recruitment

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জানাতে চাই, তাদের এ ক্ষেত্রে অপফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বা আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।

 

জরুরি নথিপত্র সমূহ : 

1. আবেদন পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড

4. বাসিন্দা প্রমাণ

5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)

6. বিবাহের প্রমাণ

7. অভিজ্ঞতা ( যদি থাকে)

8. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

 

আবেদন মূল্য : আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না।

 

পদের নাম : সাম্মানিক স্বাস্থ্য কর্মী

 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।

 

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা নূন্যতম ২২ বছর বয়সে আবেদন করতে পারবেন।

 

মাসিক সাম্মানিক : প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৫০০ টাকা

 

আবেদন জমার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

অফিসিয়াল নোটিশ :ডাউনলোড