Categories: DAILY NEWSWB PRAKALPO

মাসে 1000 টাকা পাবেন 50 হাজার রাজ্যবাসী, বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার -WB Government Scheme

Published by
GJ Team

পশ্চিমবঙ্গের সিংহাসনে তৃণমূল সরকার বসার পর জনগণের জন্য একাধিক প্রকল্পের সৃষ্টি করেছে তারা। আর এই প্রকল্পের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হচ্ছেন। আজকে এই আর্টিকেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি প্রকল্পের সম্পর্কে আলোচনা করব যে প্রকল্পটি মাধ্যমে বহু মানুষের আর্থিক সহায়তা দান হবে।WB Government Scheme

লক্ষীর ভান্ডার প্রকল্প সৃষ্টি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্ব দরবারে স্থান পেয়েছেন‌। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা প্রকল্পটিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য জনদরদী প্রকল্পগুলির মধ্যে একটি হল এই বার্ধক্য ভাতা (Old Age Pension Scheme)। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের জন্য মমতা ব্যানার্জি বিভিন্ন ধরনের প্রকল্পের সঞ্চার করেছে। আর ৬০ বছর উর্ধ্ব মানুষের জন্য বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme)উদ্ভাবন ঘটিয়েছেন এই মুখ্যমন্ত্রী।WB Government Scheme

এক পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে বর্তমান সময়ে বাংলার প্রায় ২০ লক্ষ ১৫ হাজার মানুষ এই বার্ধক্য ভাতা প্রতিমাসে পেয়ে থাকে। খুব শিগগিরই এই সংখ্যা ২০ লক্ষ ৬৫ হাজারের দোরগোড়ায় ছোঁবে। সম্প্রতি আরো প্রায় ৫০ হাজার মানুষকে রাজ্য সরকার বার্ধক্য ভাতার আওতায় নিয়ে আসতে চলেছে।WB Government Scheme

স্বাস্থ্য দপ্তরে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, 23 জেলা থেকে আবেদন করুন -WB Health Job Recruitment

এক সূত্র মারফত খবর পাওয়া গেছে যে রাজ্যের এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য কেন্দ্র সরকারও কিছু টাকা রাজ্যকে দেয়। ৮০০ টাকা দেয় রাজ্য এবং ২০০ টাকা দেয়, কেন্দ্র সরকার। সব মিলে মানুষরা হাজার টাকা বার্ধক্য ভাতা পেয়ে থাকেন। তবে কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য অনেক পাওনা টাকা বাকি পড়ে আছে। তবে কবে সেই টাকা কেন্দ্র সরকার রাজ্য কে দেবে তা জানা যায়নি। আর এরই মধ্যে দিনে দিনে বার্ধক্য ভাতার গ্ৰাহকের সংখ্যা বাড়তে থাকছে।WB Government Scheme

মাত্র 10 হাজারে সুপারহিট ব্যবসা, লাভ হবে অর্ধেক , এক্ষুনি বিস্তারিত পড়ুন -Business Idea small investment

পশ্চিমবঙ্গ তথা ভারতের বর্তমান সময়ে চাকরির বড় অভাব দেখা গেছে। বহু শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের পর যোগ্য চাকরি খুঁজে পাচ্ছে না। সেই জন্য প্রতিটি চাকরির ক্ষেত্রে শূন্য পদের থেকে আবেদনকারীর সংখ্যা বেড়ে বহুগুণ হয়ে দাঁড়িয়েছে। সকলেই চায় কোনো না কোনো চাকরি করে স্বনির্ভর হতে। এবার এই সকল প্রার্থীদের মুখে হাঁসি ফোটাতে একটি বড় খবর সামনে এসেছে।WB Health Job Recruitment

রাজ্যের এক জেলার ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই জেলার হেলথ ডিপার্টমেন্টের NHM /XVFC পোগ্রামে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। কোন কোন ক্যাটাগরিতে কর্মী নিয়োগ হতে চলেছে? আবেদন পদ্ধতি কি? ইত্যাদি প্রশ্নের উত্তর পেতে, আর্টিকেলটি পড়ুন।WB Health Job Recruitment

পদের নাম- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সিলর, ল্যাবরেটরি ও অ্যাসিস্ট্যান্ট, সেনেটারী অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান প্রভৃতি পদে নিয়োগ করতে চলেছে ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদনীপুর।

শূন্য পদের সংখ্যা– সংশ্লিষ্ট জেলার হেলথ ডিপার্টমেন্টে বিভিন্ন কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ৮টি।

শিক্ষাগত যোগ্যতা– ১)বিজ্ঞপ্তি অনুসারে বলা যেতে পারে বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে মাধ্যমিক পাশ থেকে স্নাতকোত্তর পাস করা সকল প্রার্থীরাই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

২) প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বয়স– হেলথের এই চাকরির জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- সংশ্লিষ্ট নিয়োগের বিভিন্ন পদে চাকরির জন্য যে প্রার্থীরা আবেদন জানাবেন তারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনের মাধ্যমে কেবলমাত্র গুগল ফর্ম এর দ্বারা আবেদন পত্র জমা নেওয়া হবে। গুগলের ওই নির্দিষ্ট ফার্মে নিজের যাবতীয় তথ্য নির্ভুলভাবে এন্ট্রি করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

নিয়োগের সংস্থা : পূর্ব মেদিনীপুরের হেলথ ডিপার্টমেন্টের NHM /XVFC পোগ্রামের অধীনে নিয়োগ করা হচ্ছে।

আবেদনের শেষ সময়সীমা- প্রার্থীদের আবেদন করতে হবে ৫ জুলাই ২০২৪ বিকেল ৫টার মধ্যে।

প্রয়োজনীয় ডকুমেন্টস- এপ্লিকেশন জমা দেওয়ার সময় প্রার্থীদের যে ডকুমেন্টসগুলি দিতে হবে সেগুলি হল-
১) প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি।
২) ভোটার কার্ড বা আধার কার্ডের কপি।
৩) এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট এর কপি।
৪) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এর কপি।
৫) যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তাদের কাস্ট সার্টিফিকেটের কপি জমা দিতে হবে।

Official Notification Download

GJ Team

Recent Posts

UBKV Job Recruitment : কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে সুযোগ, বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…

October 21, 2024

বেকারদের জন্য মমতার দারুণ প্রকল্প! ঘরে বসে ১৮-৪৫ বছর বয়সীদের মাসিক ভাতা দিচ্ছে সরকার –

  বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। ‌…

October 20, 2024

বছরে ১০ হাজার টাকা দিচ্ছে মমতা সরকার! এই প্রকল্পে নাম লিখান এখনই – WB Govt Scheme

রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…

October 19, 2024

সুখবর! মাসে মাসে পাবেন 5,000 টাকা, কেন্দ্রের এই যোজনায় নাম লিখান এখনই – Central Government Scheme

মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…

October 18, 2024

Jio Diwali Free Offer: টানা 3 মাস পাবেন ফ্রী ইন্টারনেট, সুযোগ পেতে বিস্তারিত পড়ুন

দীপাবলি উপলক্ষে Jio দুর্দান্ত অফার। তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। আপনি একজন…

October 17, 2024

Bandhan Bank এ জেলায় জেলায় চাকরির সুযোগ, এই ভাবে আবেদন করে ফেলুন -জানুন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন সুসংবাদ। এবার বেকার প্রার্থীদের জন্য বন্ধন ব্যাংকে চাকরির…

October 17, 2024

This website uses cookies.