ভারতীয় রেলের তরফে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে , দেশের সমস্ত যোগ্য বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ,যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। Railway Job Recruitment
Notification No. SER/P-HQ/RRC/GDCE/2024
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে-
1. অনলাইন আবেদন করতে প্রথমে rccser.co.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
2. এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে
3. আবেদন চলাকালীন প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে
4. সবশেষে ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে
আবেদন মূল্য : রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে কোনো আবেদন মূল্য জমা করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে কম্পিউটার বেস্ট টেস্ট (CBT), পরে ডকুমেন্টস যাচাই এবং শেষে মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
পদের নাম :
1. ALP ( লোকো পাইলট)
2. Trains Manager ( Goods Guard)
মোট শূন্যপদ সংখ্যা : মোট শূন্যপদ রয়েছে 1202 টি
বয়সসীমা : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক 42 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যথাক্রমে মাধ্যমিক পাশ ও গ্রেজুয়েট পাশ থাকতে হবে। ALP পদের জন্য আইটিআই বা সংশ্লিষ্ট বিভাগ বা ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
মাসিক বেতন : মাসিক বেতন দেওয়া হবে দুই পদের ক্ষেত্রে যথাক্রমে পে কমিশন 7 এর লেভেল 5 ও 2 অনুযায়ী 5200-20200 টাকা সঙ্গে গ্রেট পে যথাক্রমে 1900 ও 2800 টাকা।
আবেদন করার শেষ তারিখ : আবেদন করা যাবে 12-06-2024 তারিখ পর্যন্ত।
Official Notification : Download