কন্যা সন্তান থাকলে পেতে পারেন 10 লক্ষ পর্যন্ত টাকা, কীভাবে আবেদন করবেন জানুন -central government sukanya scheme

রাজ্য সরকারের মতো কেন্দ্র সরকারও নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন। একাদিকে রাজ্য সরকার মহিলাদের জন্য নানা প্রকল্পের সূচনা করেছেন ঠিকই একইভাবে কেন্দ্র সরকারও স্লোগান তুলেছেন ‘বেটি বাঁচাও বেটি পড়াও’।  তিনি তার স্লোগানকে বাস্তবায়িত করতে এর জন্য প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারের কন্যা সন্তান  থাকলে দেওয়া হতে পারে 10 লক্ষ টাকা পর্যন্ত এককালীন। তবে এক্ষেত্রে কিভাবে টাকা পাওয়া যাবে? কি যোগ্যতা লাগবে? নিচে বিস্তারিত আলোচনা করা হল। Central Government Sukanya Scheme

central government sukanya scheme

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মতো কেন্দ্র সরকারের এই প্রকল্পের গুরুত্ব অনেক ভালো। কেননা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যেতে পারেন এককালীন 10 লক্ষ পর্যন্ত টাকা। অবশ্যই বাড়িতে থাকতে হবে কন্যা সন্তান। কেন্দ্র সরকারের এই প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ পরিবার। তাহলে আর দেরি নয়, এখনই এই প্রকল্পের নাম নথিভুক্ত করুন এবং পেয়ে যেতে পারেন এই বিরাট সুযোগ। আসুন তাহলে আজকে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যাক। Central Government Sukanya Scheme

 

প্রকল্পের নাম :কেন্দ্র সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান উপর ভিত্তি করে এই প্রকল্পের নামকরণ করা হয় সুকন্যা সমৃদ্ধি যোজনা।

 

সুকন্যা সমৃদ্ধি যোজনার সম্পর্কে সাধারণ জ্ঞান :

 কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে পরিবারে কন্যা সন্তান থাকলে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে তবে এই প্রকল্পের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে

 

1.এক্ষেত্রে আগে মাত্র কয়েকটি ব্যাংকে কন্যা সমৃদ্ধির যোজনার আবেদন এবং টাকা জমা করা যেত কিন্তু এখন থেকে যে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন

 

2.এছাড়াও এই প্রকল্পের জমা করা টাকার সুদ দেওয়া হতো 7.6 শতাংশ কিন্ত তা বেড়ে করা হয়েছে 8 শতাংশে।

 

এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু শর্ত সমূহ

1.এই প্রকল্পে আবেদন করতে হলে পরিবারের কন্যা সন্তান থাকতে হবে এবং তার বয়স থাকতে হবে 10 বছরের নিচে।

2.একটি পরিবারের কেবল দুই কন্যা সন্তানের জন্য এই প্রকল্পে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে জমজ কন্যা থাকলে, তিন কন্যার জন্য আবেদন করতে পারবেন।

 

বিনিয়োগ করা টাকার পরিমান ও রিটার্ন :

  এই প্রকল্পে বিনিয়োগ করা টাকার পরিমান শুরু হয় 250 থেকে সাড়ে 12 হাজার পর্যন্ত বিনিয়োগকারী তার সন্তানের জন্য 15 বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম জমা করবে এবং 21 বছর বয়স হলে এই টাকা সে সুদে আসলে তুলতে পারবেন এছাড়াও কন্যা সন্তানের বয়স 18 বছর হলে, পড়াশোনার খরচের জন্য কিছু টাকা তুলতে পারবে।

 

এক্ষেত্রে বিভিন্ন প্রিমিয়ামের জন্য বিভিন্ন রিটার্ন দেওয়া হবে। মাসে 1 হাজার জমা করলে সেক্ষেত্রে মোট রিটার্ন পাবেন প্রায় 6 লক্ষ এবং মাসে 2 হাজার টাকা জমা করলে এককালীন 10 লক্ষ টাকা পাবেন। এছাড়াও 12 হাজার 500 টাকা জমা করলে এককালীন 63 লক্ষ টাকা পাবেন।

 

আবেদন পদ্ধতি :এক্ষেত্রে আগ্রহীরা আবেদন করতে পারবেন তাদের নিকটবর্তী ব্যাংকে গিয়ে। জরুরি ডকুমেন্টস নিয়ে ব্যাংকে সুকন্যা যোজনার একাউন্ট খুলতে হবে এবং প্রিমিয়াম ভরে এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

 

Leave a Comment