দেশবাসীর জন্য দারুন সুখবর।নতুন বছরে ফের চালু হলো প্রধানমন্ত্রীর মনধন যোজনা (Mandhan Scheme)। এই প্রকল্প সম্পর্কে অনেকে জানলেও এর আগে এই প্রকল্পের তেমন ভাবে আবেদন গ্রহণ করা হয়নি। কিন্তু এবারে ফের আবেদন গ্রহণ শুরু। এই প্রকল্পে একবার আবেদন করলে পেয়ে যাবেন 36,000 টাকা। তাহলে আর দেরি কিসের এই সুযোগটি হাতছাড়া করবেন না। নতুন বছরে প্রধানমন্ত্রীর দারুন উপহার দেশবাসীর জন্য। এই প্রকল্পে আবেদন করতে কি কি লাগবে বা কিভাবে আবেদন করবেন আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। Mandhan Scheme For 36000
পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকার দেশবাসীর জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প বা যোজনা নিয়ে আসেন। এবার যে প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি এটি কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে একবার আবেদন করলে পেয়ে যেতে পারেন 36,000 টাকা। শিশু থেকে বুড়ো সকলেই এই প্রকল্পের সুবিধ নিতে পারবেন। এ প্রকল্প শুধুমাত্র সেরকম দেশবাসী জন্য যারা দরিদ্রতার সঙ্গে দিন কাটাচ্ছেন।
প্রকল্পে আবেদনের জরুরি শর্ত ( Mandhan Scheme Criteria)
এই প্রকল্পে আবেদন করতে অবশ্যই প্রার্থীকে ভারতের বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীর বার্ষিক আয় 2 লক্ষের কম হতে হবে। মহিলা পুরো সকলে আবেদন জানাতে পারবেন তবে তাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সেই কেবল এই প্রকল্পে নাম লেখাতে পারবেন। এছাড়াও এই প্রকল্পের টাকা মাসিক 3000 হিসেবে বছরে 36000 টাকা পেয়ে যাবেন এবং এভাবে প্রতিবছর পেতে থাকবেন।
এই প্রকল্পের সুবিধা কিভাবে পাওয়া যায় বা এর জন্য কি করতে হবে ( How to Get Benefit of Mandhan Scheme)
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রার্থীদের বয়স থাকতে হবে 18 থেকে 40। এই বয়সের মধ্যে পার্থী আবেদন করে প্রতি মাসে 55 টাকা করে জমা করতে পারবেন। প্রার্থীকে 60 বছর বয়স পর্যন্ত এই টাকা জমা করতে হবে। প্রার্থীর বয়স 60 বছর পার হয়ে গেলে প্রতি মাসে 3000 করে টাকা দেওয়া হবে। এভাবে বছরে 36000 টাকা এবং প্রতিবছর এভাবে টাকা পেতে থাকবেন।
রাজ্যজুড়ে মিলন উৎসবে 20-30 হাজার কর্মী নিয়োগ,যে কোনো যোগ্যতায় সুযোগ -WB Milan Utsav Job Recruitment
এবার প্রশ্ন হল কিভাবে প্রকল্পে আবেদন করতে পারবেন ( Application Process Of Mandhan Scheme)
এই প্রকল্পে আবেদন করতে হলে সর্বপ্রথম প্রার্থীর মাসিক আয় 15000 বা তার নিচে থাকতে হবে। প্রার্থীকে দিনমজুর বা দরিদ্র পরিবারের সদস্য হতে হবে। যদি এই যোগ্যতাগুলি পূরণ করে তাহলে এক্ষেত্রে দুটি মাধ্যমে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন করতে চাইলে প্রার্থীকে তার নিজস্ব পঞ্চায়েত অফিসে কিংবা শ্রম দপ্তরের অফিসে গিয়ে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আরো বিস্তারিত জানতে শ্রম দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন।
চলতি মাসে পাবেন 5000 টাকা, মমতার এই প্রকল্পে এখনই নাম লেখান -Government Of West Bengal Scheme