HDFC Bank -তে 12000+ শূন্যপদে কর্মী নিয়োগ, জেলায় পোস্টিং

আপনি কি এখনো পর্যন্ত বেকার? ব্যাংকে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। এবার ন্যূনতম যোগ্যতায় ব্যাংকে চাকরি করার দারুন সুযোগ আপনার হাতে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক এইচডিএফসিতে (HDFC Bank) প্রায় 12 হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। পশ্চিমবঙ্গের অথবা দেশের নাগরিক হলে চাকরিপ্রার্থীগন আবেদন জানাতে পারবেন। দেরি না করে চাকরিপ্রার্থীরা আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ধাপে ধাপে পড়ুন। HDFC Bank Job Recruitment

যে যে বিভাগের নিয়োগ করা হবে : এক্ষেত্রে বহু বিভাগের কর্মী নিয়োগ করা হবে। ক্লার্ক, হিসাবরক্ষক, ম্যানেজার, এসিস্টেন্ট সহ আরো বহু পদে নিয়োগ করা হবে। HDFC Bank Clerk, Accountant, Manager, Assistant Job recruitment

 

মোট শূন্যপদ : এক্ষেত্রে মোট প্রায় 12000+ শূন্য পদে উপরোক্ত পদগুলিতে নিয়োগ করা হবে।

 

বয়স সীমা : যে সমস্ত চাকরিপ্রার্থী গণ HDFC-র উপরোক্ত পদগুলিত আবেদন করতে চায়, তাদের বয়স থাকতে হবে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে। এছাড়াও সংরক্ষিত চাকরি প্রার্থী গণ সরকারের নিয়ম অনুসারে যেভাবে অতিরিক্ত বয়সে ছাড় দেওয়া হয়, সেভাবে ছাড় পেয়ে যাবে।

 

শিক্ষাগত যোগ্যতা : HDFC Bank এর সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন। তবে এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস থেকে উচ্চ যোগ্যতা অর্থাৎ গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট করা থাকলে আবেদন করা যাবে। প্রত্যেক পদ সম্পর্কে আলাদা আলাদা ভাবে শিক্ষাগত যোগ্যতা জানতে অফিশিয়াল নোটিশ দেখে নিবেন।

সুখবর! মমতা দিচ্ছে বেকারদের মাসে মাসে ভাতা, চুপিচুপি নাম নথিভুক্ত করুন -WB Government Scheme

 

আবেদন পদ্ধতি:  যে সমস্ত চাকরিপ্রার্থীগণ সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চাই, তাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে –

1. প্রথমে এই https://www.hdfcbank.com/ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে

2. এরপর আবেদন লিংক অর্থাৎ Career Section এ ক্লিক করতে হবে

3. এরপর সমস্ত জরুরী তথ্যগুলি নির্দেশ মতো পূরণ করতে

4. সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন ফি : এক্ষেত্রে আবেদন ফ্রি সম্পর্কে কোন উল্লেখ নেই।

5 টাকার নোট থাকলে কেল্লাফতে! রাতারাতি হন লাখপতি | Old Note Business Idea

সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো পুঙ্খানুপুঙ্খ জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন –

অফিসিয়াল ওয়েবসাইট : https://www.hdfcbank.com/

Join Telegram Channel 

Leave a Comment