JOB NEWSWB GOVT JOB

রাজ্য সরকারের বেতন 16,500 টাকা! শুধু আবেদন করতে দেরি -WB Municipality Job Recruitment

রাতের বেকার যুবক যুবতীদের জন্য পৌরসভায় চাকরির করার দারুন সুযোগ রয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীগণ আবেদন জানাতে পারবেন। ছেলে-মেয়ে সকলের জন্য এক্ষেত্রে চাকরির সুযোগ দেওয়া হবে। রাজ্য সরকারের অধীনে সংশ্লিষ্ট পদগুলি পূরণ করা হবে। রাজ্যের যে সমস্ত যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চাই, তারা আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। West Bengal Municipality Service Corporation Recruitment

আবেদন পদ্ধতি : পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট পৌরসভার অধীনে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে অবলম্বন করে।

1. এর জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে কিংবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে

2. এরপরে অফিসিয়াল নোটিসের সঙ্গে দেওয়া আবেদন পত্রটি a4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে

3. আবেদন পত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে

4. যথা স্থানে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এবং সিগনেচার করতে হবে

5. এরপর আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে ঠিকানায় জমা করতে হবে

6. নিচে আবেদনপত্র জমা করার ঠিকানা উল্লেখ করা হলো

আধার কার্ড থাকলেই পাবেন 10 লক্ষ টাকা, মোদির দারুণ উপহার -Central Government Scheme

জরুরি ডকুমেন্টসমূহ :

1. বয়সের প্রমাণপত্র

2. শিক্ষাগত যোগ্যতা জরুরি ডকুমেন্টস

3. পাসপোর্ট সাইজের ছবি

4. আধার কিংবা ভোটার কার্ড

5. জাতিগত সংশয় পত্র

6. অন্যান্য জরুরি ডকুমেন্টস

পদের নাম : এক্ষেত্রে SEA পদে নিয়োগ করা হবে

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে চাকরি পাতিদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, পদের সঙ্গে উপযুক্ত অর্থাৎ পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বয়সসীমা: চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত অর্থাৎ সর্বাধিক বয়স 40 থাকতে হবে। বয়স গণনা করা হবে 1 জানুয়ারী 2024 অনুযায়ী।

মাসিক বেতন : 16,500 টাকা

আবেদন করার সময়সীমা : চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদনপত্র জমা করতে পারবেন 19 জানুয়ারি 2024 এর মধ্যে।

রাজ্যের জেলা পরিষদে স্টাফ নিয়োগ, 23 জেলা থেকে নিয়োগ -WB Govt Recruitment

আবেদন পত্র জমা করার ঠিকানা : To The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O.:- Siliguri, Dist – Darjeeling, Pin – 734001

আরো বিস্তারিত জানতে হলে নিচের দেওয়া লিংক ক্লিক করে অফিসের নোটিশ ডাউনলোড করে নিবেন

Official Notice : Download Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button