রাজ্য স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাস -WB Health Group D Recruitment

পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য দারুন সুখবর। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্ষেত্রে রাজ্যের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। নারী-পুরুষ সকলে আবেদনের যোগ্য হবে। অবশ্যই শিক্ষাগত যোগ্যতা  উপযুক্ত থাকতে হবে। সাধারণত মাধ্যমিক পাস যোগ্যতা থেকে নিয়োগ শুরু হবে। যারা আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, আবেদন ফি ও সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, তারা শেষ পর্যন্ত পড়বেন। West Bengal Health Group D Recruitment

 

নিচে বিভিন্ন শূন্য পদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো :

 

পদের নাম:  গ্রুপ ডি( Group D)

শূন্যপদ : দুটি

বয়সসীমা :এক্ষেত্রে আবেদনকারীর বয়স থাকতে হবে 62 বছরের নিচে।

মাসিক বেতন: নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসেবে 8500 টাকা দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতা :এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হতে হবে।

 

পদের নাম : MTS

শূন্যপদ : একটি

বয়স সীমা :যে সকল চাকরি করতে আবেদন করবেন তাদের বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে।

মাসিক বেতন:  নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসেবে 10,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা :আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে পাস করতে হবে এবং সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও অফিস দেখে আরো বিস্তারিত জেনে নিবেন।

 

পদের নাম :ইয়োগা ইনস্ট্রাক্টর

শূন্যপদ : 30 টি

বয়স সীমা: আবেদনকারীর বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসেবে 8000 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের উপর ডিপ্লোমা। বিস্তারিত অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিবেন।

 

পদের নাম :আয়ুস মেডিকেল অফিসার

শূন্যপদ : একটি

বয়স সীমা :প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বাধিক 65 বছরের মধ্যে।

মাসিক বেতন : প্রার্থীকে মাসিক বেতন হিসেবে প্রতিমাসে 20000 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের উপর বিশেষ যোগ্যতা থাকতে হবে বিস্তারিত অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিবেন।

 

আবেদন পদ্ধতি: এক্ষেত্রে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে।

1.প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সংশ্লিষ্ট আবেদন লিঙ্ক ক্লিক করতে হবে

2.এরপর রেজিস্ট্রেশন করে পুরো আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে

3.আবেদন চলাকালীন পাসপোর্ট সাইজের ছবি এবং জরুরি ডকুমেন্ট সাথে রাখতে হবে এবং নির্দেশনা অনুযায়ী আপলোড করতে হবে

4.সবশেষে আবেদন ফি জমা করে তাই করে তারপর ফাইনাল সাবমিট করতে হবে।

 

নিয়োগ প্রক্রিয়া : প্রার্থীদের এক্ষেত্রে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে।

 

আবেদন করার শেষ তারিখ : 20-12-2023

 

OFFICIAL NOTICE DOWNLOAD
OFFICIAL WEBSITE https://www.wbhealth.gov.in/

Leave a Comment