DAILY NEWSWB PRAKALPO

মমতার সেবা সখী প্রকল্পে প্রত্যেক ব্লকে 20 নিয়োগ, মাসিক বেতন 7500 টাকা :WB Seva Sakhi Scheme

পশ্চিমবঙ্গ সরকার নিয়ে আসলো ‘সেবা সখী’ প্রকল্প। এই প্রকল্প বাংলার মহিলাদের জন্য বিরাট কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছে। রাজ্যের প্রত্যেক জেলার প্রতিটি ব্লকে 20 জন করে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দিবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ব্লক অফিসের অধীনে গ্রামাঞ্চল থেকে কুড়িজন মহিলাকে ‘সেবা সখী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। West Bengal Seva Sakhi Scheme

সেবা সখী প্রকল্পের উদ্দেশ্য :

এই প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হলো মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং অবশ্যই মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলা। এক্ষেত্রে মহিলাদের কেবল কাজের সুযোগ দেওয়া হবে এমনকি নিজের বাড়িতে থেকে কাজের সুবিধা পেয়ে যাবেন। West Bengal Seva Sakhi Scheme

এই প্রকল্পের কাজ কী :

এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের যে কাজে নিযুক্ত করা হবে তা হল পরিষেবা মূলক। মূলত গ্রামের স্বাস্থ্য কেন্দ্রের অধীনে চাকরি করতে হবে। গ্রামীন এলাকায় বা মফস্বল এলাকায় কাজ করতে হবে। সেবা সখী কর্মীদের রাজ্যের বৃদ্ধ কিংবা বৃদ্ধা অথবা অসুস্থ মানুষদের সঠিক পরিষেবা প্রদান করতে হবে। প্রতিটি ব্লক থেকে 20 জন করে নিযুক্ত করা হবে West Bengal Seva Sakhi Scheme

কোথায় কোথায় নিয়োগ দেওয়া হবে :

রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্ট এর মধ্যে কর্মীগুলি নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে গোটা রাজ্যজুড়ে সেবার সখি প্রকল্প শুরু হবে না ঠিকই, কিন্তু পাইলেট প্রজেক্ট শেষ হলেই গোটা রাজ্যজুড়ে এই প্রকল্পের কাজ শুরু হবে। আপাতত রাজ্যের 4 জেলায় পাইলেট প্রজেক্ট শুরু করা হচ্ছে। তার রিপোর্টের ভিত্তিতে গোটা রাজ্যজুড়ে কার্যক্রম শুরু হবে। West Bengal Seva Sakhi Scheme

প্রথম ভাবে রাজ্যের চার জেলায় অর্থাৎ উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা ও হাওড়া এবং পূর্ব মেদিনীপুর পাইলেট প্রজেক্ট শুরু হয়েছে। এই চার জেলার একটি করে ব্লক নিয়ে সেই ব্লকের উপর পাইলট প্রজেক্ট টেস্ট করা হবে। প্রাথমিকভাবে এই প্রকল্প সরঞ্চল লাগোয়া গ্রামীন এলাকাগুলিতে শুরু করা হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, শহীাঞ্চলের পাশাপাশি থাকা মানুষ আর্থিক দিক থেকে সচ্ছল হলেও পরিবারের সদস্যরা নানা কাজে ব্যস্ত থাকায় নানান সুযোগ-সুবিধা থেকে বিরত থাকে পরিবারের বৃদ্ধ বা বৃদ্ধারা।

5 টাকার নোট থাকলে কেল্লাফতে! রাতারাতি হন লাখপতি | Old Note Business Idea

সেবা সখী প্রকল্পের প্রশিক্ষণ ও মাসিক বেতন :

রাজ্য সরকার কর্তৃক সেবা সখী কর্মীদের প্রথমে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবে। প্রশিক্ষণ শেষে দক্ষতা অর্জন করলে তারপর তাদের সেই সমস্ত এলাকায় কাজের সুযোগ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যে রাজ্যে প্রথম সেবা সখী কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার জন্য নতুন প্রকল্প সূচনা করেছি। আরো জানা যায়, প্রশিক্ষণপ্রাপ্ত সেবা সখী কর্মীদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ দেওয়া হবে। এও জানা যায়, কর্মীদের মাসিক 7500 হাজার টাকা দেওয়া হবে। West Bengal Seva Sakhi Scheme

HDFC Bank -তে 12000+ শূন্যপদে কর্মী নিয়োগ, জেলায় পোস্টিং

Important Links

Telegram ChannelJoin Now
WhatsApp GroupJoin Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button