ধামাকা অফার! Airtel দিচ্ছে বিনামূল্যে ইন্টারনেট, নতুন বছরে সুসংবাদ
নতুন বছরে এয়ারটেল দিচ্ছে ধামাকা অফার। এবার বিনামূল্যে দেওয়া হচ্ছে ইন্টারনেট জিবি। হ্যাঁ ঠিকই শুনেছেন। কোন রকম রিচার্জ ছাড়াই আপনাকে বিনামূল্যে নেট জিবি দেওয়া হবে। বর্তমানে অনেকে রয়েছেন, যারা নানা কারণবশত আনলিমিটেড রিচার্জ করতে অক্ষম, ঠিক তাদের জন্যই এয়ারটেল নিয়ে আসলো ধামাকা অফার। বিনামূল্যে পাওয়া যাবে ইন্টারনেট। এক টাকাও রিচার্জ করতে হবে না। তাহলে কিভাবে পাওয়া যাবে আসন আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। Airtel Free Internet Offer
বর্তমানে দেশে অন্যতম মোবাইল নেটওয়ার্ক পরিষেবা হলো এয়ারটেল। যদিও দেশে বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিষেবা হলো জিও কিন্তু এয়ারটেল তার ধারের কাছে। জানা গিয়েছে গোটাতে জুড়ে ৩৫ কোটিরও বেশি এয়ারটেল গ্রাহক হয়েছে। এই এয়ারটেল গ্রাহকদের জন্য নতুন বছরে নতুনভাবে ইন্টারনেট ফ্রি দেওয়ার পরিকল্পনা করেছে এই এয়ারটেল টেলিকম কোম্পানি। এক্ষেত্রে আপনাকে ইন্টারনেট নিতে কোনো রকম টাকা খরচ করতে হবে না। Airtel Free Internet Offer
মূল্য বৃদ্ধির বাজারে অনেকেরই প্রতিমাসে আনলিমিটেড রিচার্জ করা সম্ভব হয় না। বর্তমানে ৩০০ টাকার নিচে আনলিমিটেড সেরকম কোন প্ল্যান নেই। তাই সেই সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে এয়ারটেল নিয়ে আসলো নতুন অফার। এক্ষেত্রে বিনা রিচার্জে পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট পরিষেবা। যেহেতু বর্তমানে ইন্টারনেট ছাড়া মানুষ অচল, ঠিক সেই কথাটি মাথায় রেখে এয়ারটেল নিয়ে আসলো এই দারুন অফারটি। Airtel Free Internet Offer
এবার সব থেকে বড় প্রশ্ন হলো কিভাবে এই ইন্টারনেট পাওয়া যাবে। এই ইন্টারনেট পেতে গেলে আপনাকে এয়ারটেল এর গ্রাহক হতে হবে। যে সিম থেকে ইন্টারনেট নিতে চান সেই সিম থেকে ডায়াল করতে হবে #567*3# অথবা আরেকটি প্রক্রিয়ায় আপনি ইন্টারনেট নিতে পারবেন এক্ষেত্রে ClI লিখে 56321 নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে, যেখানে বলা হবে আপনাকে এক জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে।
এই ইন্টারনেট দিতে তৎক্ষণাৎ কোন টাকা চাওয়া হবে না, এটা ঠিকই। তবে বলে রাখা ভালো এটি আপনাকে দেওয়া হবে লোন হিসাবে। এক্ষেত্রে আপনাকে আনলিমিটেড এর সঙ্গে কোন রকম লোন শোধ করতে হবে না তবে এর জন্য আলাদা করে রিচার্জ করতে হবে। অতিরিক্ত ডাটা কেনার যে প্ল্যান থাকে সেই প্লান গুলি থেকে রিচার্জ করে এই ডাটা পরিশোধ করতে পারবেন।
Important Links
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |