রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -WB Govt Anandadhara Scheme Reqruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুন সুসংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আনন্দধারা প্রকল্পে (Anandadhara Scheme) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে কোনো জেলায় থেকে চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন এবং চাকরির সুযোগ নিতে পারবেন। শুধু উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে এক্ষেত্রে আবেদনের সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, এক্ষেত্রে সামাজিক সম্পদ কর্মী পদে নিয়োগ করা হবে। ছেলে-মেয়ে সকল চাকরি প্রার্থী আবেদনের যোগ্য। যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে চাই, তারা আবেদন করার পূর্বে বিস্তারিত জেনে নিবেন। নিচে শূন্য পদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা ও বয়স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। West Bengal Government Anandadhara Scheme Reqruitment 

 

পদের নাম :এক্ষেত্রে রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে (WB Government Anandadhara Scheme) সামাজিক সম্পদ কর্মী (CRP) পদে নিয়োগ করা হবে। West Bengal Government Anandadhara Scheme Reqruitment 

 

শিক্ষাগত যোগ্যতা :যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের (WB Government Anandadhara Scheme) অধীনে সামাজিক সম্পদ কর্মী পদে আবেদন করতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চমাধ্যমিক পাস। 

 

বয়স সীমা :যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে চাকরি করতে চাই, তাদের বয়স থাকতে হবে সর্বাধিক 35 বছরের মধ্যে। West Bengal Government Anandadhara Scheme Reqruitment 

 

আবেদন প্রক্রিয়া: যে সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে সামাজিক সম্পদ কর্মী পদে আবেদন করতে চাই, তাদের ক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন জমা করার সুযোগ দেওয়া হবে। অফলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে সেই আবেদন পত্রটি পূরণ করতে হবে। সবশেষে আবেদনপত্রের সঙ্গে আপনার জরুরি ডকুমেন্টসগুলির জেরক্স কপি দিয়ে একটি খামে ভরে জমা করতে হবে। West Bengal Government Anandadhara Scheme Reqruitment 

 

জরুরী ডকুমেন্ট সমূহ :

1.প্রার্থীর বয়সের প্রমাণপত্র 

2.আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট সমূহ 

3.আবেদনকারী জাতিগত সংশয় পত্র (যদি থাকে) 

4.পাসপোর্ট সাইজের রঙিন ছবি 

5.বাসিন্দা প্রমাণ 

6.কম্পিউটার সার্টিফিকেট( কমপক্ষে ছয় মাসের) 

7.আধার কিংবা ভোটার কার্ড 

8.অন্যান্য জরুরি ডকুমেন্টস 

 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরিপ্রার্থী সফলভাবে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে,লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে মোট 100 নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। West Bengal Government Anandadhara Scheme Reqruitment 

 

আবেদন পত্র জমা করার শেষ তারিখ : এক্ষেত্রে চাকরি প্রার্থীর আবেদন পত্র জমা করতে পারবেন 28 ডিসেম্বর 2023 পর্যন্ত। 

 

অফিসিয়াল নোটিশ আবেদন পত্র ও অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে নিচের দেওয়ার লিংকগুলি ফলো করবেন –

 

Official Notice  Download 
Official Website  Click Here

 

Telegram Channel  Join Now

Leave a Comment