রাজ্যে 46 হাজার শূন্যপদে নিয়োগে, কোথায় কত? জানুন বিস্তারিত -WB Teachers Recruitment
গত কয়েকদিন আগে তিনি জানান, রাজ্যে মোট শূন্যপদ হয়েছে শুধু 781 টি, যা শুনে সকলের মধ্যে নানা প্রশ্ন জাগতে শুরু করে।
তিনি জানান যে, নতুন করে রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ তৈরি হয়েছে 781 টি তারমধ্যে যেখানে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ স্তরে শূন্য পদ রয়েছে যথাক্রমে 267,473,28 ও 13 টি।
রাজ্যে মোট নতুন শূন্য পদের সংখ্যা যদিও 781 টি কিন্তু প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ স্তরে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে প্রায় 45 হাজার। তার মধ্যে আরও 781 টি শূন্য পদ যোগ দিলে দেখা যায় শিক্ষা বিভাগে মোট শূন্যপদ রয়েছে প্রায় 46 হাজার।
তিনি জানান যে 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিনি প্রায় 12 হাজার শূন্য পদের তালিকা পাঠিয়েছেন
শিক্ষা বিভাগে মোট শূন্যপদ রয়েছে প্রায় 46 হাজার।