পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের সকল চাকরি প্রার্থীরা যারা যোগ্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নিয়োগ পত্র দেওয়া হবে। যে সমস্ত চাকরি প্রার্থী WBPSC-র মাধ্যমে কৃষি বিভাগে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WBPSC Agriculture Staff Recruitment
কীভাবে আবেদন করতে হবে : যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের WBPSC এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে নিচের দেওয়া লিঙ্ক অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন লিঙ্কে করে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে এরপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসপোর্ট দিয়ে লগইন করে পুরো ফর্ম পূরণ করতে হবে। সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফী : যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন ফী হিসেবে 210 টাকা জমা করতে হবে। যারা SC/ST জাতির মধ্যে পড়ে তাদের আবেদন ফী জমা করতে হবে না। আবেদন ফী জমা করতে পারবে Credit Card /Debit Card / UPI মাধ্যমে।
অনলাইন আবেদনের তারিখ সমূহ : অনলাইন আবেদন শুরু হয়েছে 27 জুলাই থেকে এবং অনলাইন আবেদন চলবে 17 অগাস্ট পর্যন্ত।
বয়সসীমা : বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 36 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
Online Apply –Registration / Online Apply
Join Telegram Channel : Click Here