রাজ্য জুড়ে টানা বৃষ্টিপাত, কোন জেলায় কতদিন থাকবে? জেনেনিন -WB Weather Update

হোলির মরশুমে রাজ্যজুড়ে রাজ্যজুড়ে বজ্রপাতসহ বিপুল বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজ্যের দুই বঙ্গের রক্ষে নেই। চলতি সপ্তাহ জুড়ে টানা বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে চলেছে গোটা রাজ্য জুড়ে। কোন জেলায় কতদূর পর্যন্ত বিস্তার লাভ করবে।আসুন আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়ে আগামী শুক্রবার পর্যন্ত থানা বৃষ্টিপাত হতে চলেছে। তবে তা সব জেলায় সমপরিমাণ থাকবে না।WB Weather Update

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের দুই বঙ্গেই বজ্রপাতসহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে আগামী কয়েকদিন। তবে দুই বঙ্গের মধ্যে জেলাভিত্তিক এই বৃষ্টিপাতের পরিমাণেরও পার্থক্য লক্ষ্য করা যাবে এমনটাই আবহাওয়া দপ্তর কর্তৃক জানানো হয়েছে। বিশেষ করে পাহাড় ঘাশা জেলাগুলিতে এই টানা বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যাবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।WB Weather Update

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং আলিপুর জলপাইগুড়ি কোচবিহার এ কয়েকটি জেলায় আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হতে চলেছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের আরো বেশ কয়েকটি জেলা যেরকম উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে।WB Weather Update

তবে এই বৃষ্টিপাতের মাঝে রক্ষে নেই দক্ষিণবঙ্গেরও। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোম -মঙ্গলবার দুই দিনেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম প্রভৃতি জেলায় আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারের পর এই সমস্ত জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।WB Weather Update

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে জড়িয়ে বাষ্প বাংলায় প্রবেশ করেছে, ঠিক সেই কারণে বাংলার জেলায় জেলায় অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুই তিন দিন আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায় পেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।WB Weather Update

ভারতীয় রেলের ফের এক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে, দেশের সমস্ত যোগ্য বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন আরও বিস্তারিত জানতে। নিচে শূন্যপদ,যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Railway RCCSER Job Recruitment

railway rccser job recruitment

Notification No. SER/P-HQ/RRC/GDCE/2024

 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :

যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

1. অনলাইন আবেদন করতে প্রথমে rccser.co.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ( তবে আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নেওয়া ভালো)

2. এরপর আপনার প্রয়োজনীয় তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে

3. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে

4. সবশেষে ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন ফী : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কোনো আবেদন মূল্য জমা করতে হবে না।

 

বাছাই প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট, পরে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং শেষে মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

পদের নাম সমূহ : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুই ধরনের পদে নিয়োগ করা হবে।

1. ALP

2. Trains Manager ( Goods Guard)

 

মোট শূন্যপদ : এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 1202 টি

 

বয়সসীমা : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক 42 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যথাক্রমে মাধ্যমিক পাশ ও গ্রেজুয়েট পাশ থাকতে হবে। ALP পদের জন্য আইটিআই বা সংশ্লিষ্ট বিভাগে বা ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

 

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পে কমিশন 7 এর লেভেল 5 ও 2 অনুযায়ী 5200-20200 টাকা সঙ্গে গ্রেট পে যথাক্রমে 1900 ও 2800 টাকা।

 

আবেদন করার শেষ তারিখ : অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন 12-06-2024 তারিখ পর্যন্ত।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notification : Download