SSC-র দুর্নীতিতে কমিশনের ‘পর্দা ফাঁস’! CBI-র তরফে বিরাট আপডেট, মোড় বদল- WB SSC Recruitment Scam
বর্তমানে গোটা রাজ্য রাজনীতিতে একটাই গুরুত্বপূর্ণ বিষয় হলো এসএসসির দুর্নীতি । কেননা বর্তমানে এসএসসির দুর্নীতির সমস্ত তথ্য যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে CBI-র উপরে।কত এপ্রিল মাস নাগাদ ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের তরফে প্যানেল বাতিল করার নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওই দিন চাকরি হারাই প্রায় ২৬ হাজার কর্মরত শিক্ষক ও শিক্ষিকাগন।তবে কমিশনের তরফে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়, পরবর্তীতে সেই প্যানাল আপাতত বহাল রাখে সুপ্রিম কোর্ট। WB SSC Recruitment Scam
বর্তমানে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল থাকলেও এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি। অর্থাৎ হাইকোর্টের নির্দেশের উপর কেবল স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এই মামলার উপর আরো গভীরভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে সিবিআইকে। জানা গিয়েছে ইতিমধ্যে সিবিআই তার কার্যক্রম শুরু করতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য ও যোগ্যদের নিয়ে তাদের তথ্য যাচাই করতে হবে। কিন্তু এদিকে বিরাট তথ্য নিয়ে হাজির হলো সিবিআই। WB SSC Recruitment Scam
যদিও রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী অবৈধ শিক্ষক-শিক্ষিকার সংখ্যা একেক সময় একেক ভাবে উপস্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আগে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রায় সাত হাজার অযোগ্য শিক্ষকের তালিকা জানাই কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বিতীয় দফার শুনানিতে এই সংখ্যা বেড়ে দ্বারাই ৮ হাজার ৩০০ তে । ঐদিন এসএসসি কর্তৃক দাবি জানানো হয়েছিল ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার মধ্যে কারা যোগ্য ও কারা অযোগ্য সেই তালিকা তারা সুপ্রিম কোর্টে তুলে দিতে পারবে। WB SSC Recruitment Scam
তবে পরবর্তীতে অবৈধভাবে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় প্রায় ৪৬০০ জনের নাম আদালতের হাতে তুলে দেয় ssc। এদিকে সিপিআই এর সূত্র মাত্র জানা গিয়েছে এসএসসির সার্ভার থেকে তারা সমস্ত তথ্য পেয়েছে। জানা গিয়েছে দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক ও শিক্ষা কর্মীদের তালিকা পেয়েছে সিবিআই। এদিকে জানা গিয়েছে কমিশনের তরফে নাইসাকে একটি ইমেইল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে। সিবিআই তদন্ত চালিয়ে সেই তথ্যও হাতে পেয়েছে বলে জানা গিয়েছে। WB SSC Recruitment Scam
সুত্র মারফত এও জানা গিয়েছে এসএসসির সার্ভার থেকে অযোগ্যদের নথি ও তথ্য উদ্ধার করেছে সিবিআই। জানা গিয়েছে এক্ষেত্রে এমন কিছু প্রার্থীর নাম রয়েছে, যাদের মেধা তালিকারি নাম নেই, কেউ আবার পরীক্ষাতেও বসেনি, এমন কিছু প্রার্থী আছে যাদের কোথাও নাম নেই, তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন হল কিভাবে তারা চাকরি পেল? কাকে বা টাকা দিলেন? ইতিমধ্যে অযোগ্যদের তল্লব শুরু করেছে সিবিআই। এদিকে সুপ্রিম কোর্ট কর্তৃক পরবর্তী শুনানের তারিখ হিসেবে ১৬ জুলাই ঘোষণা করেছেন। সিবিআই এর সমস্ত তথ্য সামনে এলে বিষয়টি আরও পরিস্কার করে।WB SSC Recruitment Scam