রাজ্য পঞ্চায়েত পরীক্ষার গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, পরীক্ষায় কমন নির্ভর -WB Panchayet Recruitment General Knowledge

আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অতি শীঘ্রই পঞ্চায়েত দপ্তরে বিপুল পরিমাণে শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। রাজ্যের প্রত্যেক জেলায় কম বেশি শূন্য পদ রয়েছে। ইতিমধ্যে রাজ্যের বেকার যুবক যুবতীরা অনেকেই রেজিস্ট্রেশন করে নিয়েছেন। অতি শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনলাইন আবেদন ফরম পুরান প্রক্রিয়া শুরু হবে। অনেকে রয়েছেন যারা পঞ্চায়েত দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবেন এবং পরীক্ষার প্রস্তুতি নিবেন। WB Panchayet Recruitment General Knowledge

WB Panchayet Recruitment General Knowledge

এবার রাজ্যের সেই সমস্ত প্রার্থীদের জন্য আমরা আজকে পশ্চিমবঙ্গের কিছু সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন উত্তর দিতে চলেছি। যারা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের নিয়োগের ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই নিচের দেওয়া প্রত্যেকটি প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন।

1.পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা মোট কতটি?

উঃ- 195 টি

2. পশ্চিমবঙ্গের মোট গ্রামের সংখ্যা কতটি?

উঃ- প্রায় 38,700 টি

3. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনবহুল?

উঃ- উত্তর 24 পরগণা

4. পশ্চিমবঙ্গের সর্বনিম্ম জনবহুল জেলার নাম কি?

উঃ- দার্জিলিং

5. পশ্চিমবঙ্গের সর্ববৃহত আয়তনে বড়ো জেলা কোনটি?

উঃ- দক্ষিণ 24 পরগণা

6. পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসনসংখ্যা কত?

উঃ- 42 টি

7. পশ্চিমবঙ্গে মোট বিধানসভার আসন সংখ্যা কত?

উঃ- 294 টি

8. পশ্চিমবঙ্গের প্রথম মূখ্যমন্ত্রীর নাম কি?

উঃ- প্রফুল্লচন্দ্র ঘোষ

9. পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম কি?

উঃ- সমাচার দর্পন

10.পশ্চিমবঙ্গের বৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি?

উঃ- হাওড়া

11. পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি?

উঃ- শিয়ালদহ

12. পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি?

উঃ- ফোর্ড উইলিয়াম কলেজ, কলকাতা

13. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি?

উঃ- বেথুন কলেজ, কলকাতা

14. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

উঃ- সান্দাকফু

15. পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ কোনটি?

উঃ- তেলেপোলা

16.পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি?

 উঃ- ফারাক্কা বাঁধ

17.কলকাতার নামকরণ করেন কে?

উঃ- জব চার্নক

18.পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি?

উঃ- শহীদ মিনার

19. পশ্চিমবঙ্গের শিক্ষার হার বেশি কোন জেলায়?

উঃ- কলকাতা

20.পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?

উঃ- বোটানিক্যাল গার্ডেন

21. পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি?

উঃ- জুলজিক্যাল গার্ডেন্স

22.পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ কোনটি?

উঃ- ছাতিম গাছ

23. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?

উঃ- শিউলি

24.পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি?

উঃ-সাদা গলা মাছরাঙা

25.পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি?

উঃ- মেছো বিড়াল

যদি আপনারা প্রতিনিয়ত এরকম প্রশ্ন উত্তর পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। নিচে হোয়াটসঅ্যাপ লিংক ও টেলিগ্রাম জয়েন লিংক দেওয়া হলো –

Leave a Comment