মিলবে তিন ধাপে 80 হাজার টাকা, রাজ্য সরকারের এই প্রকল্পে নাম নথিভুক্ত করুন -WB Govt Hawkers Scheme

এখন গোটা রাজ্য সবর হয়েছে হকার (Hawkers) উচ্ছেদ নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবার পর গোটা রাজ্যে শুরু হয় হকার (Hawkers) উচ্ছেদের পালা। তবে বৃহস্পতিবার এই হকারদের (Hawkers) আন্দোলনের সাক্ষী হয়েছে গোটা রাজ্য। আন্দোলন দেখে সরগম পড়ে গেছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আন্দোলনের জন্য তার নির্দেশ থেকে একটু পিছিয়ে এসে হকারদের (Hawkers) এক মাস সময় দিয়েছেন। WB Govt Hawkers Scheme

wb govt hawkers scheme

এই হকার উচ্ছেদের নির্দেশ এবং তাদেরকে একমাস সময় দেওয়ার মাঝেই রাজ্য সরকারের একটি প্রকল্পের কথা উঠে এসেছে সকল আলোচনার মাঝে। যে প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে হকারদের পৌরসভা এলাকায় ব্যবসা করার জন্য ৮০ হাজার টাকা দেওয়া হয়েছিল।

যে সকল হকার পৌরসভা এলাকায় ব্যবসা করেন তাদের জন্য রাজ্য সরকার ৮০০০০ টাকা ঋণ দিয়ে থাকে। আবার যদি কোনো হকার গ্রাম্য এলাকা থেকে পৌরসভা এলাকায় গিয়ে ব্যবসা শুরু করেন তবে তিনিও এই সুবিধা পেতে পারবেন। এই ৮০ হাজার টাকাটি একবারে ঋণ হিসেবে পাওয়া যায় না। মূলত তিনটি ধাপে এই টাকাটি হকারদের দেওয়া হয়। প্রথমে দেওয়া হয় ১০ হাজার টাকা, সেই টাকা শোধ করার পর ২০ হাজার টাকা পাওয়া যায়। ২০ হাজার টাকা শোধ করতে হয় এক বছরের মধ্যে। এই টাকা শোধ হলেই ৫০ হাজার টাকা পাওয়ার যোগ্য হয়ে যান ওই হকারটি।WB Govt Hawkers Scheme

আসলে, দুর্গাপূজার আগে মানুষের জামা কাপড় থেকে বিভিন্ন জিনিস কেনার হিড়িক পড়ে যায়। বড় ব্যবসায়ীরা নিজেদের জমানো অর্থ থেকে দোকানের জিনিসপত্র কিনতে পারলেও যারা ছোট ব্যবসায়ী অর্থাৎ হকার শ্রেনীর মানুষ তারা কিন্তু ব্যবসার জন্য জিনিসপত্র তেমনভাবে কিনতে পারেনা। সেই জন্য তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার। হকারদের ব্যবসার জন্য ৮০ হাজার টাকা করে ঋণ দেওয়া হতো। এই প্রকল্প চালু হওয়ার পর হাজার হাজার হকার উপকৃত হয়েছিল। WB Govt Hawkers Scheme

অবশেষে রাজ্যে গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগের তারিখ বৃদ্ধি, অষ্টম পাশে আবেদন করুন -WB Govt Job Recruitment

২০২৩ এর জুলাইয়ের ওই প্রকল্পের ঘোষণার পর হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের পুজোর সময়ও হকারদের জন্য কোনো না কোনো প্রকল্পের ব্যবস্থা করবেন আর না হলে ওই প্রকল্পের সুবিধা বাড়িয়ে দেবেন। বর্তমান সময়ে যখন হকারদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাথাব্যথা তৈরি হয়েছে এবার দেখার বিষয় যে হকারদের নিয়ে আগামী সময় মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত গ্রহণ করেন। Written by Nupur Chattopadhyay

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের পৌরসভা দপ্তর। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন জানানোর আগে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত জানতে হলে নিচের শেষ পর্যন্ত পড়ুন। WB Govt Job Recruitment

wb govt job recruitment

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জানাতে চাই, তাদের এ ক্ষেত্রে অপফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বা আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।

 

জরুরি নথিপত্র সমূহ : 

1. আবেদন পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড

4. বাসিন্দা প্রমাণ

5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)

6. বিবাহের প্রমাণ

7. অভিজ্ঞতা ( যদি থাকে)

8. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

 

আবেদন মূল্য : আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না।

 

পদের নাম : সাম্মানিক স্বাস্থ্য কর্মী

 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।

 

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা নূন্যতম ২২ বছর বয়সে আবেদন করতে পারবেন।

 

মাসিক সাম্মানিক : প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৫০০ টাকা

 

আবেদন জমার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

অফিসিয়াল নোটিশ :ডাউনলোড

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now