রাজ্যের বেকার যুবক ছেলে মেয়েদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্য সরকারের অধীনে কোর্টে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নূন্যতম অষ্টম ও মাধ্যমিক পাশ করলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার বাসিন্দা হলে এই সুযোগ নিতে পারবেন। আসুন তাহলে দেরি না করে আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যাক। WB Govt Group C D Recruitment
নোটিফিকেশন নং : 01-2024, dated Bankura, the 22nd Day of May, 2024
নিচে পদ, যোগ্যতা, বয়স ও মাসিক বেতন সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল –
1. Upper Division Clerk
শূন্যপদ : 9 টি
বেতন : 28,900 – 74,500 /-
বয়সসীমা : নূন্যতম বয়স 18 বছর এবং সর্বাধিক বয়স 40 বছর। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই গ্রেজুয়েট পাশ করতে হবে এবং কম্পিউটার প্রফেসিয়েন্সি থাকতে হবে
2. Lower Division Clerk
শূন্যপদ : 39 টি
বেতন : 22,700 – 58,500/-
বয়সসীমা : বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে।
3. Scal Bailiff
শূন্যপদ : 3 টি
বেতন : 22,700 – 58,500/-
বয়সসীমা : বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। পাশাপাশিএছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে।
3. Process Servers
শূন্যপদ : 3 টি
বেতন : 21,000 – 54,000/-
বয়সসীমা : বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
যোগ্যতা : আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাশ।
4. গ্রুপ ডি
শূন্যপদ সংখ্যা : 39 টি
মাসিক বেতন : 17,000 – 43,600/-
বয়সসীমা : বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
যোগ্যতা : আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাশ।
নিয়োগ প্রক্রিয়া : উপরোক্ত পদ গুলিতে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। তবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে যদি কম্পিউটার জ্ঞান প্রযোজ্য হয় সেক্ষেত্রে কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এছাড়াও কিছু পদের জন্য অতিরিক্ত যাচাই পদ্ধতি অবলম্বন করা হতে পারে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারবেন।
আবেদন পদ্ধতি : রাজ্যের জেলা কোর্টের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে। তার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদন করার সময় জরুরি ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি বা সিগনেচার আপলোড করতে হতে পারে। আপনার সাথে সমস্ত জরুরি ডকুমেন্টস রাখবেন এবং আবেদন করতে আবেদন মূল্যও জমা করতে হবে। আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
আবেদন মূল্য : অনলাইনে আবেদন করতে আবেদন মূল্যও জমা করতে হবে। এক্ষেত্রে পদ ও ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য আলাদা আলাদা হবে। অফিসিয়াল নোটিশ থেকে বিস্তারিত পড়বেন।
আবেদন করার তারিখ সমূহ 26-06-2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ।
অফিসিয়াল নোটিশ : Download