JOB NEWSRailway Recruitment

Railway Recruitment : নতুন বছরে সুসংবাদ! রেলে 2 লক্ষেরও বেশি চাকরি, রইল বিস্তারিত

নতুন বছরে বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুসংবাদ। দেশজুড়ে 2 লক্ষেরও বেশি শূন্য পদে রেল কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকার। সামনে লোকসভা ভোট, আর সেই ভোটকে কেন্দ্র করে এত বড় নিয়োগ হতে চলেছে কোটা দেশ জুড়ে। গোটা দেশের যেকোনো রাজ্য থেকে বা যেকোনো জেলা থেকে বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। নতুন বছরে প্রথম থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। Railway RRB Group D, NTPC Reqruitment

জানা গিয়েছে, এই মুহূর্তে দেশে প্রায় 2 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে। রেলের বিভিন্ন বিভাগে এই সমস্ত কর্মীগুলি নিয়োগ করা হবে। রেলের গ্রুপ ডি সহ এনটিপিসি ও অন্যান্য বিভাগে এই শূন্য পদ গুলি ভাগ করা রয়েছে। ছেলে-মেয়ে সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা যাক। নিচে শেষ পর্যন্ত পড়বেন আরো বিস্তারিত জানতে। Railway Job Recruitment

এক্ষেত্রে প্রায় 2 লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে এমনটাই জানা গিয়েছে। তবে শূন্য পদ গুলো পূরণ করা হবে রেলের বিভিন্ন বিভাগই। এক্ষেত্রে ইঞ্জিনিয়ার, স্বাস্থ্যকর্মী, গ্রুপ ডি, গ্রুপ সি এনটিপিসি ও আরো অন্যান্য বিভাগে প্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে। Railway Job Recruitment

এক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন হল আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। যেহেতু এক্ষেত্রে বিভিন্ন রকম শূন্য পদে নিয়োগ করা হবে তাই শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন হবে। সাধারণত মাধ্যমিক পাশ থেকে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে বিভিন্ন পদে আবেদন করা যাবে। তবে কিছু কিছু পদের জন্য আইটিআই পাস, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ও ডিগ্রি ইত্যাদি পাস থাকতে হবে।

এক্ষেত্রে যেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হবে তাই বয়স সীমাও হবে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা। উদাহরণ হিসেবে এনটিপিসি পদের জন্য এক্ষেত্রে অন্যতম বয়স থাকতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 33 বছরের মধ্যে। অবশ্যই চাকরিপ্রার্থীদের সংরক্ষিত জাতি অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড়ো দেওয়া হবে।

এবার প্রশ্ন হলো কিভাবে আবেদন করা যাবে : অবশ্যই এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে-

1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে -https://rrcb.gov.in/

2. এরপর প্রথমে আবেদন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে

3. তারপর লগইন করে পুরো আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে

4. আবেদন করার সময় জরুরি ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো তা আপলোড দিতে হবে

5. এরপর আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে

জরুরি ডকুমেন্টসমূহ :

1.মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সে প্রমাণপত্র

2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্টস

3.জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

4. আধার কিংবা ভোটার কার্ড

5. পাসপোর্ট সাইজের ছবি

6. অন্যান্য জরুরি ডকুমেন্টস

নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কম্পিউটার বেস্ট টেস্ট, শারীরিক পরীক্ষা ও ইন্টারভিউ-র মাধ্যমে।

১ জানুয়ারি থেকে নতুন প্রকল্প মমতার! রাজ্যবাসীর জন্য দারুণ সুযোগ -WB Government Scheme

আবেদন প্রক্রিয়া চলবে : এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে জানুয়ারি মাসের শেষের দিকে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে এবং তা চলতে পারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।

Important Links

Telegram ChannelJoin Now
WhatsApp GroupJoin Now

Related Articles

Back to top button