PNB-তে গ্রাম পঞ্চায়ত অধীকর্তা পদে 310 জন কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -PNB Recruitment

 এবার দেশের একের পর এক স্বনামধন্য ব্যাংকে শত শত শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ( PNB) কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের তথা রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। মহিলা ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আরও জানানো হয়েছে, এক্ষেত্রে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে। যে সকল কর্মপ্রার্থী PNB তে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। Punjab National Bank Recruitment 


পদের নাম : গ্রাম পঞ্চায়ত অধীকর্তা (Gram Panchayet Adhikari)-VDO

মোট শূন্যপদ : 310 টি শূন্যপদ রয়েছে

বয়সসীমা : এক্ষেত্রে বয়সসীমা হতে হবে 21-38 বছরের মধ্যে। PNB অফিসিয়াল নোটিশ অনুযায়ী বয়সের ছাড় দেওয়া রয়েছে।

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে
এরপর রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
এরপর ফর্ম পূরণ সম্পন্ন হলে আবেদন ফী জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

যোগ্যতা : ডিগ্রি /পিজি /সিএ /সিএমএ ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

Bandhan Bank এ প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Bank Job Recruitment


আবেদন ফী : এক্ষেত্রে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 1180 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য 59 টাকা আবেদন ফী জমা করতে হবে। 

Official Notice : Click Here

Official Website : Click Here

Online Apply : Click Here

Join Telegram Channel : Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now