ICICI ব্যাংকে জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ -Bank Job Recruitment

 পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীদের জন্য ফের নয়া নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের ICICI BANK এর শাখায় শাখায়। বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে ভারত সরকারের অন্যতম চাকরির পোর্টাল ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস ওয়েবসাইটে। বিজ্ঞাপ্তিতে উল্লেখ রয়েছে ,পশ্চিমবঙ্গের ICICI BANK এর জেলায় জেলায় বিভিন্ন শাখায় এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে। এও জানানো হয় খুবই নুন্নতম যোগ্যতাই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আরো জানানো হয় যে , কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। 

কোম্পানির নাম: ABITO MARKETING PRIVATE LIMITED 

 পদের নাম: ICICI ব্যাঙ্ক এ DSA-এর জন্য নবীন প্রার্থী নিয়োগ 

সংস্থার ধরন : কোম্পানী

সেক্টর : ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স

শিক্ষগত যোগ্যতা : প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নুন্নতম উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্রাজুয়েট পাস করলে আবেদন করতে পারবে। এছাড়াও কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে ভালো কথোপকথন থাকতে হবে। 

বয়সসীমা : প্রার্থীর নুন্নতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। 

মাসিক বেতন : প্রতি মাসে 15,700/- to 25,500/- বেতন দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে সঙ্গে কম্পিউটার টেস্ট নেওয়া হবে 

আবেদন প্রক্রিয়া : যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে NCS এর অফিসিয়াল ওয়েবসাইট এ  গিয়ে অথবা HR কে ফোন আরো বিস্তারিত জানতে পারবেন।

Official Website : Click Here

Telegram Channel Link : Click Here

Team GJ
Team GJ

Team GJ is an experience content writer, We write content about Job and Scheme related. Please Follow Us Regularly

Articles: 340