IBPS-র মাধ্যমে 7891 জন PO, Clerk ও Assistant পদে নিয়োগ, রইল বিস্তারিত -Bank Reqruitment

 বেকার যুবক যুবতীদের জন্য একের পর এক সুসংবাদ। দেশব্যাপী IBPS এর মাধ্যমে হাজার হাজার পদে কর্মী নিয়োগ করছে দেশের সনামধন্য ব্যাংক সংস্থা গুলি। জানা গিয়েছে, দেশের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী মাসিক বেতনও দেওয়া হবে। দেশের সর্ববৃহত ব্যাংকিং নিয়োগ, হাতছাড়া করবেন না। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। IBPS Bank Recruitment  

 

কী কী পদে নিয়োগ করা হবে :

 1. IBPS PO 

2. Clerk 

3. Bank Assistant 


মোট শূন্যপদ : 7891 পদে নিয়োগ করা হবে। 

কীভাবে আবেদন করবেন :

যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থী IBPS নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে যাবে তাদের অনলাইন মুডে আবেদন জমা করতে হবে। অনলাইন আবেদন করতে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে এবং এরপর প্রথমে রেজিষ্ট্রেশন ও পরে রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে তারপর আবেদন ফী জমা করে ফাইনাল সাবমিট করে আবেদন সম্পন্ন করতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া : 

1.প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট (CBT)

2. এরপর লিখিত পরীক্ষা 

3.তারপর ইন্টারভিউ 

4.সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন 

আবেদন ফী : অনলাইনে আবেদন করতে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 850 টাকা এবং এসসি, এসটি ও পিএইচ দের জন্য 175 টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে। 

যোগ্যতা : যে কোনো শাখায় স্নাতক পাশ করলে এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। 

বয়সসীমা : বয়স হতে হবে  20-28 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

আবেদন করতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন। যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ প্রকাশ করেনি। খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ প্রকাশ করবে। সুত্র মারফত জানা গিয়েছে, জুন মাসে অফিসিয়াল নোটিশ বেরোতে পারে৷ 

Official Website : Click Here

Official Notice : Click Here


Telegram Channel Link : Click Here

Leave a Comment