সেন্ট্রাল ব্যাংকে পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন -Central Bank Recruitment in West Bengal
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুসংবাদ। এবার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ( Central Bank Of India) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জেলার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থী এ ক্ষেত্রে আবেদনের যোগ্য। যে সমস্ত চাকরিপ্রার্থীরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার (Central Bank Of India) সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক, তারা শেষ পর্যন্ত পড়বেন নিচে আলোচনা করা হবে। Central Bank Of India recruitment in West Bengal
পদের নাম :এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান: পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ব্যাংকের শাখায় উপরোক্ত পদে নিয়োগ করা হবে।
বয়স সীমা: যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবেন তাদের বয়স ন্যূনতম 21 বছর এবং সর্বাধিক বয়স 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে 12 হাজার থেকে 15 হাজার টাকা
আবেদন ফি :এক্ষেত্রে আবেদন করতে কোন রকম ফি উল্লেখ করা নেই।
আবেদন পদ্ধতি :চাকরিপ্রার্থীরা ক্ষেত্রে আবেদন করতে চাই তাদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
1.প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বা নিচের দেওয়ার লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
2.এরপর আবেদন পত্রটি প্রিন্ট আউট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
3.আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে যথা স্থানে সিগনেচার করতে হবে।
4.এরপর আবেদন পত্রের সঙ্গে জরুরী সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে একটি খামের ভেতর ভরতে হবে।
5.সবশেষে আবেদন পত্রটি নিজের দেওয়া ঠিকানায় যথাসময়ে এর আগে জমা করতে হবে
আবেদনপত্র জমা করার শেষ তারিখ :এক্ষেত্রে আবেদনপত্র জমা করতে পারবেন 15 ডিসেম্বর এর মধ্যে।
আবেদন পত্র জমা করা ঠিকানা –Regional Head, Central Bank of India, Regional Office, Machantala, near fancy market, Bankura, Pin 722 101
OFFICIAL WEBSITE : centralbankofindia.co.in
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
APPLICATION FORM | DOWNLOAD |