BANK JOB

Bandhan Bank এ উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ -Job Recruitment

উচ্চ মাধ্যমিক পাশ? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। বন্ধন ব্যাংকে চাকরি করার বিরাট সুযোগ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Bandhan Bank Recruitment

পদের নাম : Back office,
Data Entry Operator,
KYC Verification officer

যোগ্যতা : Bandhan Bank-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাশ (12th Pass) বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা : Bandhan Bank এর উপরোক্ত পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে বয়স হতে হবে 18- 32 বছরের মধ্যে।

মাসিক বেতন : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে মাসিক বেতন হিসেবে 13,700 থেকে 20,400 টাকা।

আবেদন পদ্ধতি : Bandhan Bank-র সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস বা NCS পোর্টালে গিয়ে Apply Now অপশন ক্লিক করে প্রথমে অনলাইনে রেজিষ্ট্রেশন করে রাখতে পারবেন। এরপর রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে আবেদন করতে পারেন। এছাড়াও যোগাযোগ করে বা নিজের CV মোবাইল নম্বরে পাঠিয়ে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে HR এর মাধ্যমে নিয়োগ করা হবে। তাই এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ ঘোষণা : আমরা NCS পোর্টালে পাওয়া সংশ্লিষ্ট নিয়োগের তথ্য অনুযায়ী খবরের প্রতিরূপ দিয়েছি,সংশ্লিষ্ট চাকরি সম্পর্কে অবশ্যই ভালো ভাবে যাচাই করে ও নিজ দায়িত্বে আবেদন করবেন।

Join Telegram Channel :Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button