আধার কার্ড থাকলেই পাবেন 5 লক্ষ টাকা, এক্ষুনি বিস্তারিত পড়ুন –

অনেকেই জানেন না যে, শুধুমাত্র আধার কার্ড থাকলে পাওয়া যায় 5 লক্ষ টাকা I কথাটা শুনতে অবাক লাগলো এটাই সত্যি। এবার শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে আপনি পেয়ে যেতে পারেন 5 লক্ষ টাকা। এই সুযোগ বারবার আসেনা। সামান্য একটি কাজ করে সরাসরি ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন এই মোটা অংকের টাকা। আসুন তাহলে আজকে জেনে নেওয়া যাক কিভাবে এই টাকা পাওয়া যাবে।

 

 করার পরে দেশে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় অনেকের আর্থিক সমস্যা দেখা দিয়েছে।কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে আর্থিকভাবে অনগ্রসর সেই সমস্ত ব্যক্তিরা I অনেক ছোট থেকে বড় বড় কাজের জন্য মানুষের অর্থাভাব লক্ষ্য করা যায় I গাড়ি কেনা, বাড়ির সংস্কার, বাইক কেনা, বিয়ের খরচ, বাড়ি বানানো, জমি কেনা, কিংবা ছোট বড় ব্যবসা শুরু করা, এইসব কাজ করতে গেলে মানুষের টাকা দরকার পরে থাকে I

 

এবার সবথেকে বড় প্রশ্ন হলো কীভাবে টাকা পাওয়া যাবে। এর জন্য আঁধার কার্ড থাকলে লোনের দারুণ আপনার কাছে। আর এই লোনের কথা উঠলেই মানুষের মাথায় প্রথমে আসে, কত যে ডকুমেন্টস লাগবে? কতই কাগজপত্র লাগবে? কতই ধাপ না পার করতে হবে?,  অনেকে জানেন না যে, এই আধার কার্ড দিয়েই লোনের সুবিধা পেয়ে যেতে পারেন I তবে এই লোনটি নিতে গেলে নাম, ঠিকানা, পরিচয়পত্রসহ নানান নথিপত্র জমা করতে হয় I

 

সবচেয়ে বড় কথা হলো, এই পার্সোনাল লোন পাস হতেও বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব শীঘ্রই লোনটি পাস হয়ে যায় I লোনটির টাকার পরিমাণও যথেষ্ট স্বচ্ছল I এই পার্সোনাল লোনের আবেদন করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে কি কি দরকার এবং কোথায় গিয়ে এই আবেদনটি আপনি করবেন তা জানতে বিস্তারিতভাবে পড়ুনI

 

কোথায় গিয়ে পাবেন এই লোনের সুবিধা? 

আধার কার্ড দিয়ে পার্সোনাল লোন সুবিধা নিতে গেলে আপনাকে আবেদন করতে হবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে I যে ব্যাংকগুলি থেকে আপনি এই আধার কার্ড দিয়ে পার্সোনাল লোনের সুবিধা পেতে পারেন , সেই ব্যাংক গুলি হল – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক সহ একাধিক ফাইন্যান্স ব্যাংক । এই ব্যাংক গুলি থেকে আপনি এই লোনের সুবিধা পেয়ে যেতে পারেন অতিসহজেই ।

 

আবেদনটি ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমেও করতে পারেন। প্রথমে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করতে হবে । এবার ব্যাংকের পার্সোনাল লোন অপশনে গিয়ে আপনি কত টাকা লোন নিবেন তা বসাতে হবে । এখানে আবেদন করতে আপনার প্যান কার্ডটিও থাকতে হবে । আপনি যদি এই লোনটির জন্য যোগ্য হন, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার লোনটি পাস হয়ে যাবে ।

 

আধার কার্ড দিয়ে কত টাকা পর্যন্ত লোন তুলতে পারবেন?

এই লোনের সুবিধা পেতে গেলে আধার কার্ড ছাড়াও আর কি কি ডকুমেন্টস লাগবে তা জেনে নিন ।শুধু আধার কার্ড থাকলেই চলবে না, সাথে ক্রেডিট স্কোরও ভালো হতে হবে। আপনার লোনটি পাস করার জন্য আপনার ক্রেডিট স্কোর 750 এর উপরে থাকতে হবে, তবেই আপনি এই লোনটি সুবিধা পেতে পারেন। যদি আপনার ক্রেডিট স্কোর 750 এর বেশি হয়, তাহলে আধার কার্ড দিয়ে লোনটি নিতে আপনার কোন অসুবিধা হবে না  এবং খুব শীঘ্রই আপনার এই লোনটি পাশ হয়ে যাবে । কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যাংকের একাউন্টে টাকা ঢুকে যাবে। আপনার ক্রেডিট স্কোর 750 এর নিচে থাকলে আপনার লোনের আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে ।

 

Important Links

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now