রাজ্য স্বাস্থ্য দপ্তরে হাজার হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Health Recruitment 2022

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পরে এক নয়া সুখবর। ফের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই স্বাস্থ্য কর্মী পদে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য কর্মী পদে আবেদন করতে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। করোনার আবহের পরে পশ্চিমবঙ্গে এত বড় নিয়োগ এখনো পর্যন্ত দেখা যায়নি। তো এটি অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুসংবাদ। পশ্চিমবঙ্গে প্রায় কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে।যে সমস্ত চাকরি প্রার্থীর আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, সে সমস্ত চাকরি প্রার্থীরা অবশ্যই শেষ অব্দি পড়বেন। নিচের শূন্যপদ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

আবেদন পদ্ধতি :

যে সমস্ত চাকরিপ্রার্থীরা উপরোক্ত স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শূন্য পদে আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন এবং তারপর পুরো ফর্ম ফিলাপ করে শেষে ফরমটি প্রিন্ট আউট বের করে আবেদন সম্পন্ন করবেন।

আবেদন ফি :

আবেদন ফি হিসেবে সংরক্ষিত তাদের জন্য কোনরকম আবেদন ফি ধার্য করা হয়নি। তবে সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফি হিসেবে 210 টাকা ধার্য করা হয়েছে যা অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে। 

নিয়োগ প্রক্রিয়া:

 যে সমস্ত চাকরিপ্রার্থীরা যোগ্য এবং সংশ্লিষ্ট পদে আবেদন করবেন, তাদের নিয়োগ করা হবে একাডেমিক স্কোর এবং ইন্টারভিউর মাধ্যমে। 

যোগ্যতা :

1. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

2. ভারতীয় নার্সিং কাউন্সিল এবং রাজ্য নার্সিং কাউন্সিলের তরফে স্বীকৃত যেকোনো কলেজ থেকে জেনারেল নার্সিং এবং Midwifery course-এ উত্তীর্ণ হতে হবে।

3. আবেদনকারীকে পশ্চিমবঙ্গ নার্সিং থেকে Midwifery Nurse হিসেবে রেজিস্ট্রেশন থাকা প্রয়োজন।

4. বাংলা এবং নেপালি ভাষা লেখার এবং পড়ার দক্ষতা থাকা আবশ্যক।

5. এই শূন্যপদগুলোতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স 18 বছর থেকে শুরু করে 39 বছরের মধ্যে হওয়া আবশ্যক। 2022 সালের 1 জানুয়ারি তারিখ অনুসারে চাকরিপ্রার্থীদের বয়সের হিসাব করা হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীরা। এর পাশাপাশি বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে 6 বছরের ছাড় পেতে চলেছেন।

শূন্যপদের নাম : স্টাফ নার্স 

মোট শূন্যপদ : 3608 টি 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন।

Official Notice : Click Here

Official Website : Click Here

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের স্বাস্থ্য দফতরে ফের শতাধিক পদে নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে,শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে কলকাতা মিউনিসিপালিটি তে কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে।  আরো জানানো হয়েছে , এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সহ উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। যে সকল চাকরি আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই তারা নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ,আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। 

পদের নাম : Honorary Health Workers 

মোট শূন্যপদ : 127 টি 

শিক্ষাগত যোগ্যতা : বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে কিন্তু মাধ্যমিকের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। 

 বয়সসীমা:আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও ওবিসি, এসসি, এসটি ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।

কীভাবে আবেদন করবেন :
যে সকল চাকরি প্রার্থী রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে সামাজিক স্বাস্থ্য কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে সবচেয়ে নিচে দেখেনিবেন সেখানে আবেদন পত্র দেখেনিবেন। 

আবেদন পত্রের সঙ্গে কী কী নথিপত্রের জেরক্স কপি জমা করতে হবে : 
1.বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস (মার্কশিট ও সার্টিফিকেট)
3.জাতিগত সার্টিফিকেট(যদি থাকে)
4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)
5.সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)
6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট (যে কোনো একটি) 
7.বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)
8.অন্যান্য (যদি থাকে)
9.5 টাকার পোস্টাল স্ট্যাম্প
10. 25×13 অনুযায়ী খামে ভরে খামের উপর পোস্টাল 

আবেদন জমা করার ঠিকানা :To the Municipal Commissioner, Kolkata Municipal Corporation, 5, S. N. Benarjee Road, Kolkata – 700013 and also are to be submitted physically at the CMO Building, 2nd floor in fornt of Room no. 254

আরও কী কী যোগ্যতা লাগবে :
 কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা। 

প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা বা সংশ্লিষ্ট সাব সেন্টারের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। 

নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ কিংবা আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন

Leave a Comment