রাজ্যে DM অফিসে Group-C তে একাধিক পদে নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -WB Recruitment

 পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য দারুণ খুশির সংবাদ। রাজ্যের DM অফিসে একাধিক পদে Group C -ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই চাকরি করতে পারবেন। শুধু আবেদন করলে পাবেন ক্লার্ক পদে চাকরি করার বিরাট সুযোগ। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। যে সমস্ত বেকার যুবক যুবতীরা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Group C Recruitment

 


নিচে পদের নাম ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল –
1. কাউন্সিলর -1
শিক্ষাগত যোগ্যতা :
আগ্রহী প্রার্থীদের উপরোক্ত পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সাইকোলজিতে গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য। এছাড়াও কম্পিউটার নলেজ থাকতে হবে।

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বাধিক 40 বছরের মধ্যে। এছাড়াও এসসি ও এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন :মাসিক বেতন হিসেবে 13,500 টাকা দিতে হবে।

2. বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) -1

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে।

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বাধিক 40 বছরের মধ্যে। এছাড়াও এসসি ও এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন :মাসিক বেতন হিসেবে 13,500 টাকা দিতে হবে।

3. লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট ( LDC Cum Typist)
শিক্ষাগত যোগ্যতা :
উপরোক্ত পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। এছাড়াও কম্পিউটার নলেজ থাকতে হবে।

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বাধিক 40 বছরের মধ্যে। এছাড়াও এসসি ও এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন :মাসিক বেতন হিসেবে 13,500 টাকা দিতে হবে।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন।

অনলাইন আবেদন শুরু 08-06-2023 থেকে এবং আবেদন গ্রহণ চলবে 23-06-2023 তারিখ পর্যন্ত।

অনলাইন আবেদন করতে জরুরি নথিপত্র
:
অ্যাডমিট বা বয়সের প্রমাণ পত্র, জাতিগত সংশয় পত্র (যদি থাকে), পাসপোর্ট সাইজের ছবি, আধার বা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস, কম্পিউটার সার্টিফিকেট ও অন্যান্য।

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে।
লিখিত পরীক্ষা নেওয়া হবে 16-07-2023 তারিখে। অ্যাডমিট কার্ড ডাউনলোড বা যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইট জানিয়ে দেওয়া হয়েছে।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন

Official Notice : Download 

Official Website : Click Here  

Join Telegram Channel : Click Here

Leave a Comment