রাজ্যে DM অফিসে একাধিক পদে চাকরির সুযোগ, পোস্টিং নিজের জেলায় -WB DM Office Recruitment
ফের রাজ্য সরকারের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের DM অফিসে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। রাজ্যের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট জেলার মধ্যে চাকরির পোস্টিং দেওয়া হবে। এক্ষেত্রে একাধিক শূন্যপদ রয়েছে এবং আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই। সংশ্লিষ্ট জেলার DM অফিসের মধ্যে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া না করে, আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB DM Office Recruitment 2023
পদের নাম : জেলার DM অফিসে গ্রুপ সি লেভেলের ( কো-অর্ডিনেটর) পদে নিয়োগ করা হবে
কীভাবে আবেদন করতে হবে : যে সকল চাকরি প্রার্থী জেলা শাসক (DM) অফিসে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন নিচের দেওয়া অফিসিয়াল নোটিশ থেকে বা নোটিশের শেষে দেওয়া আবেদন পত্র প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :
1. বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. আধার বা ভোটার কার্ড
4. পাসপোর্ট সাইজের ছবি
5. রেসিডেন্ট প্রমাণ
6. কম্পিউটার সার্টিফিকেট
7. কাজের অভিজ্ঞতা (যদি থাকে)
8. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদনের তারিখ সমূহ : এক্ষেত্রে অফলাইন আবেদন চলবে 01-06-2023 থেকে এবং আবেদন পত্র জমা করতে পারবেন 26-06-2023 সন্ধ্যা 5 টার মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যাচাই করা হবে। এরপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 40 বছরের মধ্যে
এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গ্রেজুয়েট পাশ /মাস্টার্স ডিগ্রি /সোস্যাল সায়েন্স /সোসোলজি/ সোস্যাল ওয়ার্ক প্রভৃতি যোগ্যতার মধ্যে কোনো একটি থাকতে হবে। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক কাজের অভিজ্ঞতা থাকলে বা আশা কর্মী পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
ভালো কথোপকথন হতে হবে
কঠিন কাজ ও যাতায়াত কাজের আগ্রহ থাকতে হবে
আবেদন জমা করার ঠিকানা : The Sub Division Officer, PO+PS – Bishnupur, District -Bankura, 722122
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
Official Notice + Application Form : Download
Join Telegram Channel : Click Here