রাজ্যের বেকারদের জন্য দারুণ সুখবর, আবেদন করলেই প্রতিমাসে পান 1500 টাকা -WB Govt Scheme
আপনি কী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা? আপনার কী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ বা তার থেকেও বেশি? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। আপনার জন্য রয়েছে রাজ্য সরকারের দারুণ অফার। এবার কোনো প্রকার কাজ না করে প্রতিমাসে 1500 টাকা দেওয়া শুরু করেছে মূখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের যে সকল বেকার যুবক বেকারত্বে ভুগছে এবার তাদের বেকারত্ব কমাতে রাজ্যের মূখ্য মন্ত্রী কর্তৃক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদি আপনি রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকার কর্তৃক কোনো কাজে নিযুক্ত না হয়ে থাকেন তাহলে এক্ষুনি আবেদন করুন এই প্রকল্পে। WB Govt Scheme
কারা এই প্রকল্পের সুবিধা পাবে :
সাধারণত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন সকলে এই প্রকল্পে আবেদন করতে পারবে কিন্তু এক্ষেত্রে প্রার্থী যদি শিক্ষিত বেকার হয়ে থাকে অর্থাৎ তাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাশ হবে তারা সকলে এই পদে আবেদনও করতে পারবে এবং সুযোগও পাবে।
কত টাকা দেওয়া হবে :
সরকারি ঘোষণা অনুযায়ী প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন :
1- প্রথমে Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে
2- এরপর Enrolment Job Seeker অপশন ক্লিক করতে হবে।
3- এরপর Accept and Continue করে ফর্ম ফিলাপ করতে হবে।
4- এরপর পূরো ফর্ম ফিলাপ করতে হবে। নিজের সমস্ত ডিটেইলস দিয়ে।
5- তারপর জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে
6- বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ করা।
7-এর সমস্ত কিছু যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে।
যে সকল আগ্রহী প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে।