মাধ্যমিক পাশে Indian Bank এ শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, রইল বিস্তারিত -Bank Reqruitment

 বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন সুখবর। দীর্ঘদিনের সপ্ন ব্যাংকে চাকরি করার? শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ?  তাহলে আপনার জন্য এবার ব্যাংকে চাকরি করার সপ্ন পূরণ হতে চলেছে। ভারতীয় ব্যাংকে (Indian Bank) এ এবার মাধ্যমিক মাসে চাকরির সুযোগ রয়েছে। ভারতীয় ব্যাংকে চাকরি করার বিরাট সুযোগ আপনার হাতে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। 


কী কী পদে নিয়োগ করা হবে : এই ক্ষেত্রে দুই ধরনের পদ রয়েছে। 

1. অফিস অ্যাসিস্ট্যান্ট (Office Assistant) 

2. এটেন্টডেন্ট ( Attendant) 

কীভাবে আবেদন করবেন :

যে সমস্ত প্রার্থী আবেদন করতে ইচ্ছুক এবং উপযুক্ত যোগ্যতা রাখে তাদের অফলাইনে আবেদন ফর্ম জমা জমা করতে হবে। অফলাইন আবেদন ফর্ম পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে শেষের দিকে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে শেষের দিকে আবেদন ফর্ম প্রিন্ট আউট বের করে সঠিক নিয়ম অনুযায়ী পূরণ করে তার সঙ্গে নিন্মে উল্লেখিত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে জমা করতে হবে। 

কী কী ডকুমেন্টস জমা করতে হবে : 

১. মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র

২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

৩. পরিচয় পত্র 

৪. জাতিগত সংশয় পত্র 

৫. পাসপোর্ট সাইজের ছবি 

৬. অভিজ্ঞতা 

৭. পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস (যদি থাকে)

৮. অন্যান্য


নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল :-

১. অফিস অ্যাসিস্টেন্ট (Office Assistant)

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য বিএ /B.com /BWS সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এছাড়াও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি লোকাল ভাষায় দক্ষ হতে হবে। 

বয়সসীমা : বয়স হতে হবে নূন্যতম 22 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। 


মাসিক বেতন : প্রতিমাসে বেতন দেওয়া হবে 12,000 টাকা এবং এর সঙ্গে বার্ষিক 10 শতাংশ বৃদ্ধি হবে। এর পাশাপাশি আরও সরকারি যাবতীয় সুবিধা দেওয়া হবে। 

2. এটেন্টডেন্ট ( Attendant) 

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাধ্যমিক পাশ। সঙ্গে লোকাল ভাষায় পারদর্শী হতে হবে। 

বয়সসীমা : নূন্যতম বয়স 22 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। 

মাসিক বেতন : প্রতিমাসে বেতন হিসেবে 8,000 টাকা দেওয়া হবে। এর পাশাপাশি বার্ষিক 10 শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। 

নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এটেন্টডেন্ট পদের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 

Telegram Channel Link : Click Here

Leave a Comment