মাধ্যমিক পাশে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত – Madhyamik Pass Job

 মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুসংবাদ। রাজ্যে জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জেলার সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে যদি তারা যোগ্য হয়। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Health Recruitment

আবেদন পদ্ধতি—

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সংশ্লিষ্ট জেলা সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।

২. এক্ষেত্রে শুধু মাত্র অফলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা ।

৩. রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে । 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স

c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা 

d.  শিক্ষাগত যোগ্যতা

e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।

একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যথায় আবেদন পত্র বাতিল বলে ঘোষণা হবে ।

আবেদন ফর্ম পূরণ করার বিষয়ে আবেদনকারীকে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলার অথবা ব্লকের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের হেলথ (health sub centre) সাব-সেন্টার থেকে সংগ্রহ করতে হবে । 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি বিবাহিতা/ স্বামী পরিত্যক্তা/ কিংবা বিধবা হন তাহলেও আবেদনের সুযোগ পাবেন । অর্থাৎ অবিবাহিতরা আবেদনের যোগ্য নন ।  

এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে । 

বয়স সীমা –

আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০  বছরের মধ্যে। এ ক্ষেত্রে আবেদকারী প্রার্থী যদি তপশিলি জাতী কিংবা তপশিলি উপজাতী সম্প্রদায় ভুক্ত হন তাহলে ২২ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে সকল ক্ষেত্রে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।   

শিক্ষাগত যোগ্যতা- 

সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তবে উচ্চ শিক্ষিতরাও আবেদনের যোগ্য । 

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথিপত্র সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি

এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে

পদের নাম – ‘আশা কর্মী’ (ASHA KORMI) 

শূন্য পদের সংখ্যা- ১৭৪ টি 

কাজের ধরণ-

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নিয়ম মাফিক স্থানীয় গ্রাম পঞ্চায়েতের হেলথ সাব সেন্টারে কাজ করতে হবে। 

তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি (Jalpaiguri)  জেলার প্রতিটি ব্লকের অধীনে গ্রাম পঞ্চায়েতের হেলথ সাব সেন্টার গুলিতে। প্রার্থীকে অবশ্যই উল্লেখিত সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টার এলাকার বাসিন্দা হতে হবে।

আবেদন জমা করার ঠিকানা : জলপাইগুড়ির বিভিন্ন মহকুমার গ্রাম পঞ্চায়েত অফিসে বা সাব সেন্টারে জমা করতে হবে।

Official Notice : Click Here

Team GJ
Team GJ

Team GJ is an experience content writer, We write content about Job and Scheme related. Please Follow Us Regularly

Articles: 340