পশ্চিমবঙ্গে শুধু ইন্টারভিউ দিয়ে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, WB Govt Job Reqruitment

 চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুসংবাদ। রাজ্যের জেলায় চুক্তির ভিত্তিতে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Group C Recruitment 2023

কীভাবে আবেদন করতে হবে : বিজ্ঞপ্তি অনুযায়ী অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র বা বায়োডাটা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে ডাউনলোড করতে পারবে। 

শূন্যপদের নাম : গ্রুপ সি -Group C


যোগ্যতা:

1) আবেদনকারীরা যেকোন সরকারি পরিষেবা থেকে এলডিসি বা ইউডিসি (গ্রুপ- সি) হিসাবে অবসর নিয়েছেন। 2) কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক,

সময়সূচী: 

1) বায়ো- ডেটা সহ আবেদন জমা দেওয়ার সময়কাল: 15.02.2023 থেকে 09.03.2023 পর্যন্ত (শেষ তারিখ) (সকাল 11-00 AM থেকে 04-00 PM পর্যন্ত)

2) বায়ো- ডেটা সহ আবেদন জমা দেওয়ার সময়: সকাল 11-00 AM থেকে 04-00 PM পর্যন্ত (কাজের দিনগুলিতে)

3) BIO- DATA- এর বিন্যাস http:// www.uttardinaipur.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে 4) সমস্ত নথি (জেরক্স কপি) সহ আবেদনপত্র এবং বায়ো- ডেটা জমা দেওয়ার স্থান: প্রতিষ্ঠা বিভাগ। কক্ষ নং 11, জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয়, উত্তর দিনাজপুর

পরীক্ষার মানদণ্ড

মোট মার্কস: 30

1) ওয়াক- ইন- ইন্টারভিউ- মার্ক 10 (সাধারণ জ্ঞান এবং অফিসিয়াল পদ্ধতির উপর)

2) কম্পিউটার দক্ষতা পরীক্ষা- মার্কস। 20 (মার্কের কাটা-12) 3) কম্পিউটার দক্ষতা পরীক্ষার সময় – 30 মিনিট

4) সাক্ষাত্কারের সময়, আবেদনকারীকে সমস্ত নথিপত্র আসল এবং এক সেট জেরক্সের কপি সঙ্গে আনতে হবে ফটো আইডি কার্ড সহ 

5) আবেদনকারীরা যারা কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন

Official Notice : Download 

বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর কর্তৃক ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞতিতে জানানো হয়েছে, যে যে জেলায় নিয়োগ করা হবে সেই জেলার বাসিন্দারা কেবল সেই জেলায় আবেদন করতে পারবে। শুধু মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। যে সকল প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে সবিস্তারে আলোচনা করা হবে। WB Food Department Recruitment 2023

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের অধীনে খাদ্য দপ্তরে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নায্য মূল্যের রেশন ডিলার পদে নিয়োগ করা হবে। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত নিচে আলোচনা করা হবে। 

কীভাবে আবেদন করতে হবে :

খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে। খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে সর্বপ্রথম বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস থাকতে হবে সঙ্গে ডকুমেন্টস আপলোড করতে হবে। 

আবেদন ফী : প্রার্থীদের অনলাইনে আবেদন করতে আবেদন ফী হিসেবে 1000 টাকা জমা করতে হবে। 

শূন্যপদের নাম : নায্য মূল্যের রেশন ডিলার 

মোট শূন্যপদ : 30 টি 

যোগ্যতা : শূন্যপদ রয়েছে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন।

Official Website : Click Here

Leave a Comment