পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

 আপনার কী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ (10th Pass)?  তাহলে আপনার জন্য রয়েছে সরকারি চাকরির বিরাট সুযোগ। শুধু মাধ্যমিক যোগ্যতায় নিজের BDO অফিসে মধ্যে চাকরি করার বিরাট সুযোগ রয়েছে আপনার হাতে। তাহলে দেরি না করে এক্ষুনি মনোযোগ সহকারে খবরটি পড়ুন। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জেলার বেশ কয়েকটি ব্লকে মাধ্যমিক পাশে (10th) পাশে কর্মী নিয়োগ করা হবে। এও জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষাও দিতে হবে না। যে সকল কর্মপ্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। 

প্রথমে আসা যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে : সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে হবে অফিসিয়াল নোটিশ কিংবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে। এরপর A4 এ প্রিন্ট আউট বের করে তার সঙ্গে নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে। 

আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে :

1. বয়সের প্রমাণপত্র 

2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 

3. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

4. পাসপোর্ট সাইজের ছবি 

5. বাসিন্দা প্রমান (আধার বা ভোটার কার্ড)

6. অন্যান্য যদি থাকে 

নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশন করে তারপর ইন্টারভিউ নিয়ে সরাসরি নিয়োগ করা হবে। 

পদের নাম : স্বাস্থ্য কর্মী 

শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীেদর অবশ্যই কমপক্ষে মাধ্যমিক পাশ( 10 th)  করতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে। 

বয়সসীমা : বয়স সাধারণত হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত হলে নূন্যতম বয়স 22 বছর হলেও আবেদন করতে পারবে। 

এছাড়াও আরও কিছু জরুরি যোগ্যতা থাকতে হবে : 

1/-আবেদনকারীকে অবশ্যই সেই ব্লকের বাসিন্দা হতে হবে 

2/-প্রার্থী অবশ্যই মহিলা এবং বিবাহিত / বিবাহবিচ্ছেদ কিংবা বিধবা হতে হবে 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

Leave a Comment