পশ্চিমবঙ্গে ফের সরকারি অফিসে চাকরিতে লোক নিচ্ছে, আবেদন করুন এক্ষুনি -WB Govt Job
ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত কয়েক বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে(GOVT JOB) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য অনগ্রসর শ্রেনি কল্যান (Backward Classes Welfare & Tribal Development) এবং উপজাতি উন্নয়ন দফতরের তত্বাবধানে জেলা ভিত্তিক কর্মী (Recruitment) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ Memo No- 369/BCW&TD(DD) Dated – 21/03/2023
প্রথমে আসি আবেদন পদ্ধতিতে—
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
সংশ্লিষ্ট পদের জন্য গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে । প্রথমে আবেদনকারী প্রার্থীকে তার নিজের জীবনী পঞ্জি অর্থাৎ বায়োডাটা তৈরি করে সমস্ত ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে আবেদন পত্র পাঠাতে হবে ।
এক্ষেত্রে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
নিজের নাম——–
বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——-
জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———
শিক্ষাগত যোগ্যতা————-
প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা …………………
প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———-
ইমেল আই ডি …………………
মোবাইল নম্বর …………………
ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে। সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে দিন জমা করতে হবে ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৬৫ বছরের মধ্যে ।
আবেদন ফর্ম অর্থাৎ বায়োডাটার সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল,
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র , ইত্যাদি
এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে-
১) পদের নাম – অ্যাডিশনাল ইনস্পেক্টর ‘ (Additional Inspectors)
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ৫ টি
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
কাজের ধরণ-
এক্ষেত্রে নিয়োগ হওয়া প্রার্থীকে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেনি কল্যান এবং উপজাতি উন্নয়ন দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলার ব্লক / পুরসভা/ সাবডিভিশনে কাজ করতে হবে । তবে এই নিয়োগটি সম্পূর্ণ রুপে চুক্তি( contractual job) ভিত্তিক ।
উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে এ রাজ্যের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট এলাকার পুরসভা /ব্লক / সাবডিভিশন ভিত্তিক এলাকায় সংশ্লিষ্ট কাজে ।
উল্লেখিত পদে আবেদন পাঠাতে হবে আগামী ৩১ শে মার্চের মধ্যে অর্থাৎ 31/03/2023 – এর মধ্যে ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা – Office of the Project Officer cum District Welfare Officer , Backward Classes Welfare and Tribal Development , Dakshin Dinajpur Administrative Building , 2nd Floor , Room No – 202 , Kcharai Road , PO&PS – Balurghat , Pin – 733101
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা – সর্বত্র চোখ রাখুন bongodhara.com – এ
Official Notice : Download