পশ্চিমবঙ্গে দীর্ঘ অপেক্ষার পর 709 জন গ্রুপ সি কর্মী নিয়োগ শুরু, তাড়াতাড়ি আবেদন করুন -WB University Recruitment

 পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের দারুণ সুসংবাদ। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্ষেত্রে গ্রুপ সি শূন্যপদ গুলি পূরণ করা হবে। দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের কলেজে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেন না। নূন্যতম যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদনে যোগ্য হবে। সবমিলিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রচুর শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB University Recruitment  

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যারা আবেদন করবে তাদের  লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। অফিসিয়াল ওয়েবসাইট এ পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড প্রকাশ তারিখ ও এর পাশাপাশি যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইট এ আপডেট দেওয়া হবে।

কীভাবে আবেদন করতে হবে :
যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইন মুডে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

যে সমস্ত নথিপত্রের প্রয়োজন  :
1.শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ,
2.বয়সের প্রমাণ বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড
2. জাতিগত সংশয় পত্র,
3. অভিজ্ঞতা ও অন্যান্য জরুরি ডকুমেন্টস( যদি থাকে)
4. পাসপোর্ট সাইজের ছবি
5. আধার বা ভোটার কার্ড
উপরের সবকটির জেরক্স কপি জমা করতে হবে

আবেদন ফী :এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন ফী জমা করতে হবে। তবে অফিসিয়াল নোটিশ আবেদন ফী সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া হবে।

শূন্যপদ সমূহ  :
নিবন্ধক-1

অর্থ কর্মকর্তা-1

লাইব্রেরিয়ান-1

ডেপুটি রেজিস্ট্রার-1

অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা-1

সহকারী গ্রন্থাগারিক-6

সহকারী নিবন্ধক-2

সেকশন অফিসার-4

সহকারী/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট-5

উপরের ডিভিশন ক্লার্ক/অফিস অ্যাসিস্ট্যান্ট-29

লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়র অফিস অ্যাসিসট্যান্ট-টাইপিস্ট-99

মাল্টি টাস্কিং স্টাফ -405

সহকারী-4

লাইব্রেরি সহকারী-1

লাইব্রেরি অ্যাটেনডেন্ট-30

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট-16

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট-45

সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) -1 

সহকারী প্রকৌশলী (সিভিল) -1 

জুনিয়র ইঞ্জিনিয়ার (  সিভিল)- 9 

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) -1 

ব্যক্তিগত সচিব-7 

ব্যক্তিগত সহকারী-8 

স্টেনোগ্রাফার-2 

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-2 

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-17 

সিকিউরিটি ইন্সপেক্টর-1

 সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট-1

 সিস্টেম প্রোগ্রামার-3

মোট শূন্যপদ : 709

যোগ্যতা : সাধারনত মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক /কম্পিউটার জ্ঞান /ডিগ্রি /গ্রেজুয়েট /পোস্ট গ্রেজুয়েট এর যে কোনো যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন-পদ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা থাকতে হবে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন।

Official Notice : Click Here
Online Apply : Click Here
Official Website : Click Here
Telegram Channel Link : Click Here

Leave a Comment