পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত

 চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্যের ঝাড়গ্রাম জেলায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঝাড়গ্রাম জেলা পরিষদের অধীনে সম্পূর্ণ কন্ট্রাক্টচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। পদের নাম, শূন্যপদ, আবেদন পদ্ধতি সহ রইল আজকের প্রতিবেদন। 

ক) পদের নামঃ  ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর

শূন্যপদঃ 1

বয়সসীমাঃ প্রার্থীকে অবশ্যই 18 থেকে 62 বছরের মধ্যে হতে হবে। (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে)

যোগ্যতাঃ প্রার্থীকে উক্ত এলাকার বাসিন্দা হতে হবে। এছাড়া শারীরিকভাবে সক্ষম হতে হবে। 

বেতনঃ মাসিক 10,000 টাকা বেতন দেওয়া হবে। 

নিয়োগ পদ্ধতিঃ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। 


খ) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর

শূন্যপদঃ 1

বয়সসীমাঃ প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে।  এছাড়া অন্ততপক্ষে ছয় মাসের কম্পিউটার ট্রেনিং প্রাপ্ত হতে হবে।

অভিজ্ঞতাঃ উক্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতনঃ মাসিক 12,150 টাকা। 

নিয়োগ পদ্ধতিঃ 

i) লিখিত পরীক্ষা (50)

ii) প্র্যাকটিক্যাল (25)

iii) ইন্টারভিউ (25)

আবেদন পদ্ধতিঃ প্রয়োজনীয় নথিসহ আবেদন পত্র ছুটির দিন ব্যাতীত ঝাড়গ্রাম জেলা পরিষদ অফিসের ড্রপবক্সে জমা দিতে হবে। এছাড়াও recruitment.jzp@gmail.com ইমেইলে আবেদন পাঠাতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখঃ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 13.03.2023

গুরুত্বপূর্ণ লিংকঃ

অফিসিয়াল নোটিফিকেশন –Download 

অফিসিয়াল ওয়েবসাইট – 

আমাদের টেলিগ্রাম চ্যানেল –

Leave a Comment