টাটা কোম্পানিতে 1500+ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুধু ইন্টারভিউ দিয়ে নিয়োগ -TATA Reqruitment
চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুখবর। এবার দেশের সবশেষে নামকরা কোম্পানি টাটা কন্সালটেন্সি তে প্রচুর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সারা দেশের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে হবে। যে সকল চাকরি চাকরি প্রার্থীরা টাটা কনসালটেন্সি গ্রুপে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্য পদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে।
কী কী পদে নিয়োগ করা হবে :
১. Business Process Service
২. Information Technology
মাসিক বেতন : 42-71 হাজার টাকা
পোস্টিং : যারা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে সারা দেশের যে কোনো শাখায়।
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন করে।
যোগ্যতা : যে কোনো শাখায় স্নাতক পাশ করলে আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি : বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিংক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফী : এক্ষেত্রে কোনো আবেদন ফী নেওয়া হবে না।
আবেদনের তারিখ সমূহ : আবেদন শুরু হয়েছে 26 জানুয়ারি এবং আবেদন চলবে 18 মার্চ পর্যন্ত।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন :
Official notice : Click Here
Online Apply : Click Here
Telegram Channel Link :Click Here